বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১২

চাহি মুরশিদজীর দয়া, চাহি মামদূহজীর মায়া


 আপনি যে মুরশিদ মহান দূর হয়ে যায় পেরেশান
মুরশিদ পাক খোদার ই দান পরশে পায় নেক ছায়া।

কি কহিবো সাহস হারায় আবদ আমার কিছুই নাই
হৃদয়ে মোর লাগছে ভয় বাঁচতে চাই তব নিয়া।

হে ইলাহী দেন মোরে তব বন্ধুর পড়তে ছানা
হতে মুরশিদের দিওয়ানা নিতে আক্বাজীর দুয়া।

চাহি আমি এই মাক্বাম লইতে তব জাতি নাম
গরীব থেকে এই জাহান ধনী দেন যে করিয়া।

কহি মুরশিদ কে এমন বখতিয়ার কাকি যেমন
ইশকে মুরশিদে রন তেমন আমিও চাই সেই মেওয়া।

মুরশিদ গরীব নেওয়াজ আপনি হলেন নক্বশায়ে হারুনী
মাহবুবী নেওয়াজ মোরে দানি আপনারি ফায়িজ নিয়া।

যবে পাই দয়া আপনার দেখে আপনায় একটি বার
পলকে জাহান্নাম হবো পার মুবারক নজর নিয়া।

আসিলাম রাজারবাগ দরবার


আসিলাম রাজারবাগ দরবার, আমি অধম গুনাহগার
পথহারা বেদিশা আমি, করতেছি জীবন ভর হেলামী
পথ দেখতে চাই হে মদদগার
পথ দেখতে চাই দিন মুরশিদ আমার।

জীবনের জিন্দানে নিরানন্দ, প্রতি পদে আসে দিধাদন্দ
জিসিম আর নফসে মিলে, পতনের গুহায় দিচ্ছে ফেলে
পতনের ঢালে করতেছি হাহাকার।

আমি অন্ধ খোড়া লেংড়া হয়ে, বোবা বধিরের তোহফা নিয়ে
হায় হামাগড়ি দিয়ে, ওই রাজারবাগ তীরে গিয়ে
আসিলাম মুরশিদ দরবারে আপনার।

নিজের উপর নিজে যুলুম করেছি, তাইতো নিজের কাছে যালিম বনেছি
সৌরাচারি খেরকায় সেজেছি, মুনাফিকের মুন্দা খাসলত বহিছি
আমি শুদ্ধি চাইছি হে সহিবে কাওসার।

আমি গুনাহের বোঝায় বড় কাবু, জীবন প্রদীত হয় নিভু নিভু
কখন যেন প্রদীত যায় নিভিয়া, আপনার নজরে যাচ্ছি কহিয়া
তব দ্বারে মওজুদ কিস্তি ত্বরাবার।

জামানার মুজাদ্দিদ হে আওলাদে রসূল, ভেঙ্গে দিন মুরিদদের ভুল
কহি এই মোর ফরিয়াদ, নইলে জীবন খানা হবে বরবাদ
তব নেক নজর দিন ছহিবে আসরার।

রবিবার, ৫ আগস্ট, ২০১২

উঠো জাগো চলো চলো চলো রে -আল্লামা ডা. মুহম্মদ রাশেদুল আবেদীন, নিউইয়র্ক, ইউ এস এ



ওই দেখো- আল্লাহওয়ালা সওদাগরে,
সওদা করে চরাচরে যিকির করে;
নিলো সবাই রেযামন্দি মুঠি ভরে,
উঠো জাগো চলো চলো চলো রে।

মুজাদ্দিদের ক্বদম তলে নাছোড়ে-
দামান তাঁহার আঁকড়ে ধরো খুব জোরে,
খোদা ও রসূল রাজী কেবল তাঁরই তরে।

শান্তির নিশান তিনিই উড়ান,
জ্ঞান-ভাণ্ডার তিনিই বিলান;
যুগের চালক, রসূলে হক্ব- তিনিই মিটান।

সুনড়বতী সব কায়দা কানুন,
শরীয়তের যাইদাহ জানুন
কেবল তাঁরই পাগড়ি করে ধারণ।

শানে দ্বীনের সকল কারণ,
কার্যাবলীর শতেক নূতন,
ব্যাখ্যা বয়ানে তিনিই যতন।

ক্বওল ও কর্মে দেখান তিনি
যুগের সকল ভ্রান্তি চিনি,
তাঁরই ইশারাতে করজোড়ে-
উঠো জাগো চলো চলো চলো রে।

মুজাদ্দিদের ক্বদম তলে নাছোড়ে-
দামান তাঁহার আঁকড়ে ধরো খুব জোরে,
খোদা ও রসূল রাযী কেবল তাঁরই তরে।

উঠো জাগো চলো চলো চলো রে।
মুজাদ্দিদের ধ্বনি তোলো সজোরে;
বিশ্ব ব্যাপী তাঁহার বাণী খুব যোশে,
ভেড়াও এবার দ্বীনের তরী তীর ঘেঁষে।
ক্বলব ও রূহ হলো তামীজ- তাঁরই রেশে।

উঠো জাগো চলো চলো চলো রে।
মুজাদ্দিদের ধ্বনি তোলো সজোরে।
প্রাণে আক্বা তাঁরই মেছাল কমজোরে
লা-ইলাহা তবেই কেবল- যরব হবে পিঞ্জরে।

হাত মুবারক যে না ধরে-
আলোর ছড়ি কেমন করে
পাবে সে; পথের দিশা পেতে ওরে
উঠো জাগো চলো চলো চলো রে।
মুজাদ্দিদের ধ্বনি তোলো সজোরে।

মুজাদ্দিদের ক্বদম তলে নাছোড়ে-
দামান তাঁহার আঁকড়ে ধরো খুব জোরে;
খোদা ও রসূল রাজী কেবল তাঁরই তরে,
উঠো জাগো চলো চলো চলো রে।

রাজারবাগ শরীফে ওই দেখ নিশান উড়ে,
মুজাদ্দিদের ফয়েয ও রোবের শান ঝরে;
মুঠি মুঠি নিতে হলে ছুটো ওরে,
উঠো জাগো চলো চলো চলো রে।

শুক্রবার, ১৩ জুলাই, ২০১২

(নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে উনার সম্মানিতা আম্মাজান সাইয়্যিদাতুনা হযরত আমিনা আলাইহাস সালাম উনার রচিত ক্বাছিদা শরীফ-এর বঙ্গানুবাদ) -মুহম্মদ রুহুল হাসান, ঢাকা।



আপনি মালিক বরকতের
এইতো রবের সাধ,
বলে যাই দীদার বেলায়
আমার যোগ্য আওলাদ।

প্রেরিত আপনি রসূল
পুরো কায়িনাতের তরে,
খালিক্ব, মালিক আল্লাহ পাক
ইচ্ছা করেন এমনি করে।

আপনি রসূল কায়িনাতের
ধন্য মক্কা ও মদীনাবাসী,
হক্বের নিশান উড়বে জানি
ইসলামের ওই পূর্ণ শশী।

সত্য ন্যায়ের এক উপমা
আপনার পিতা আব্দুল্লাহ আলাইহিস সালাম,
আসবে উনার পথ ধরে
ইসলামী দ্বীন কুরআন কালাম।

জাগবে আবার সত্য দ্বীন
এনেছিলেন যা ইব্রাহীম খলীল (আলাইহিস সালাম),
রক্ষা পাবে কুলকায়িনাত
মূর্তিপূজা হয়ে বিলীন।

সবকিছুই হবে লীন
যাবো আমি শেষ দীদারে,
কিন্তু আমার এই ক্বাছীদা
রইবে ধরায় কাল পেরিয়ে।

আমি যাচ্ছি ধরায় রেখে
আল্লাহ পাক উনার শ্রেষ্ঠ হাবীব,
পবিত্র হয়েই যাঁর আগমন
মাতা আমি আমার নসীব।

মঙ্গলবার, ১৫ মে, ২০১২

ইয়া হাবীবা, উম্মু আবীহা জানাই সলাতু সালাম

ইয়া হাবীবা, উম্মু আবীহা
 জানাই সলাতু সালাম, 
মর্যাদা আপনার অসীম অপার
 সবাইতো আপনার গোলাম। 

 আপনার শানে পড়লে
 দুরূদ রহম ঝরে অবিরাম,
 ফেরেশতারাও পড়ছে 
সদা আস সলাতু আস্ সালাম।

 শাহী লক্বব উম্মু আবীহা
 আহলে বাইতে সাইয়্যিদা,
 দোজাহানের মালিকা শানে 
খিদমতে উজাড় তামাম। 

 কায়িনাতে সাইয়্যিদাতুন নিসা 
কুল মুসলিমার আপনি দিশা, 
খাতুনে জান্নাহ নিসায়ী হাদিয়া 
খোদার মাহবুবী পয়গাম। 

 মমতাময়ী রসূলী আওলাদ 
সাইয়্যিদী ধারা করেন আবাদ,
 সাইয়্যিদী নসব আবাদ করে
 দিলেন ইসলামের আঞ্জাম।

বুধবার, ১৮ এপ্রিল, ২০১২

কুবরায়ে ত্বইয়্যিবা -মুহম্মদ সাঈদুজ্জামান (শ্যামল)


রাহবারে সাইয়্যিদা
কুবরায়ে ত্বইয়্যিবা-
নকশায়ে খাদিজা
ইলাহী মাহবুবা।

হৃদয় জুড়ে আঁধার
চাই নূরেরই বাঁধন,
আম্মা…………….
নূরে নছীব জাগান
কুবরায়ে ত্বইয়্যিবা।

মোরে ছদকা করুন
তব সকল জরা,
কুবরা…………
মম হায়াত হাদিয়া
শানে ত্বইয়্যিবা।

তব খিদমতের আঞ্জাম
পারি না হে মাতা,
কুবরা……………
বেদনার লুপ্তি চাই
রাহবারে সাইয়্যিদা।

মা খাদিজার পরশ
কদম চুমে গ্রহি,
ক্বিবলা…………..
আপনি নূরে সিদ্দিকা
কুবরায়ে মাহমুদা।

আরশে ছলাত পড়েন
মালাইক ও খোদা,
কুবরা…………
এই দায়েমীতে ডুবান
কুবরায়ে ত্বইয়্যিবা।

নকশায়ে নববীর
নকশায়ে খাদিজা,
কুবরা…………….
আসহাবী নকশা চাই
কুবরায়ে ত্বইয়্যিবা।