ওই দেখো- আল্লাহওয়ালা সওদাগরে,
সওদা করে চরাচরে যিকির করে;
নিলো সবাই রেযামন্দি মুঠি ভরে,
উঠো জাগো চলো চলো চলো রে।
মুজাদ্দিদের ক্বদম তলে নাছোড়ে-
দামান তাঁহার আঁকড়ে ধরো খুব জোরে,
খোদা ও রসূল রাজী কেবল তাঁরই তরে।
শান্তির নিশান তিনিই উড়ান,
জ্ঞান-ভাণ্ডার তিনিই বিলান;
যুগের চালক, রসূলে হক্ব- তিনিই মিটান।
সুনড়বতী সব কায়দা কানুন,
শরীয়তের যাইদাহ জানুন
কেবল তাঁরই পাগড়ি করে ধারণ।
শানে দ্বীনের সকল কারণ,
কার্যাবলীর শতেক নূতন,
ব্যাখ্যা বয়ানে তিনিই যতন।
ক্বওল ও কর্মে দেখান তিনি
যুগের সকল ভ্রান্তি চিনি,
তাঁরই ইশারাতে করজোড়ে-
উঠো জাগো চলো চলো চলো রে।
মুজাদ্দিদের ক্বদম তলে নাছোড়ে-
দামান তাঁহার আঁকড়ে ধরো খুব জোরে,
খোদা ও রসূল রাযী কেবল তাঁরই তরে।
উঠো জাগো চলো চলো চলো রে।
মুজাদ্দিদের ধ্বনি তোলো সজোরে;
বিশ্ব ব্যাপী তাঁহার বাণী খুব যোশে,
ভেড়াও এবার দ্বীনের তরী তীর ঘেঁষে।
ক্বলব ও রূহ হলো তামীজ- তাঁরই রেশে।
উঠো জাগো চলো চলো চলো রে।
মুজাদ্দিদের ধ্বনি তোলো সজোরে।
প্রাণে আক্বা তাঁরই মেছাল কমজোরে
লা-ইলাহা তবেই কেবল- যরব হবে পিঞ্জরে।
হাত মুবারক যে না ধরে-
আলোর ছড়ি কেমন করে
পাবে সে; পথের দিশা পেতে ওরে
উঠো জাগো চলো চলো চলো রে।
মুজাদ্দিদের ধ্বনি তোলো সজোরে।
মুজাদ্দিদের ক্বদম তলে নাছোড়ে-
দামান তাঁহার আঁকড়ে ধরো খুব জোরে;
খোদা ও রসূল রাজী কেবল তাঁরই তরে,
উঠো জাগো চলো চলো চলো রে।
রাজারবাগ শরীফে ওই দেখ নিশান উড়ে,
মুজাদ্দিদের ফয়েয ও রোবের শান ঝরে;
মুঠি মুঠি নিতে হলে ছুটো ওরে,
উঠো জাগো চলো চলো চলো রে।