শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১১

দাদীজির বিদায়ের ঘোষনা



দাদীজির বিদায়ের ঘোষনা
হৃদয়ে আনিলো বেদনা 
শোকের সাগর জাহানে, 
আবিরাম রহি ক্রন্দনে॥

জান্নাতে দাদীর বিচরণ, 
তবুও পেরেশান কেন মন
ত্বাহিরা দাদীর জীবন, 
কায়িনাত তরে দাদী সুলতানা॥

২৫ শে শাওওয়াল রজনীতে, 
কান্নার আওয়াজ কায়িনাতে
ইলাহীর  ডাকে দিয়ে সাড়া, 
চলিলেন নক্বশায়ে আমিনা॥

মামদূহর আম্মাজানের শান,
 পাঠিলেই বাড়ে সম্মান
মোরা  দাদীজির ই আশিকান,
 করুন দাদীজি মার্জনা॥

দাদীকে হারিয়ে বেদনায়, 
অস্থির রহি দুনিয়ায়
ইয়া দাদীজি দীদার দিন,
 হতে পারিনি দিওয়ানা॥

০১-১১-১৪৩২



দাদীজানের স্বরণে











বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১১

সাইয়্যিদা দাদীজান



সাইয়্যিদা দাদীজান
ওই ইলাহীর দীদারে দাদীজি চলে যান
স্বাগতম দিতে মাতোয়ারা হুর ও গেলমান॥

শোকের ছোয়ায় কাঁদছে আজ ভক্ত আশিকান
সাইয়্যিদা দাদীজান॥
খোদারী মহা মিলনে, দাদীজি মহীয়ান॥

ইলাহী ফেরেস্তা নিয়ে জান্নাতকে সাজান
সাইয়্যিদা দাদীজান॥
শাহী আসনে দাদীজি, নূরে নূরে চমকান॥

নক্বশায়ে আমিনা দাদীজি রসূলী রায়হান
সাইয়্যিদা দাদীজান॥
বিচ্ছেদি জ্বালায় নাতীরা সবে পেরেশান॥

বাড়িছে বেদনা বুকে হারিয়ে দাদীজান
সাইয়্যিদা দাদীজান॥
অবুঝ নাতিরা দাদীর ইশকে হবো যে কুরবান॥

মুজাদ্দিদ আযম দাদীজি ক্বিবলার শ্রেষ্ঠ সন্তান
সাইয়্যিদা দাদীজান॥
ফুটন্ত পঞ্চ ফুল দাদী ক্বিবলার মহাদান॥

ইসালে সাওয়াব মাহফিলে ছাত্র আনজুমান
সাইয়্যিদা দাদীজান॥
ডাকছি দাদীজি আপনায় মোরা মামদুহজীর সন্তান
সাইয়্যিদা দাদীজান॥
ক্ষমার চাদরে ঢাকুন, উছিলায়ে মামদূহজান॥

৩০-১০-১৪৩২ হিজরী


বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১১

সাইয়্যিদা দাদী ক্বিবলাহ



সাইয়্যিদা
 দাদী ক্বিবলাহ

সাইয়্যিদা দাদী ক্বিবলাহ
চলিলেন শান্তিময় জান্নাহয়
দুনিয়ার সবই ছেড়ে
ওই পাক ইলাহীর ইশারায়।

দাদীর বিছালের মহাক্ষনে
ব্যাকুল চিত্তে আশিকানে
বলে কোথায় গেলেন দাদী
মোদের রেখে দুনিয়ায়।

শুনা যায় চারিদিকে আজ
বিরহেরি ক্রন্দন আওয়াজ
দাদী দাদী বলে ডাকি
পাবো কোথায় আপনায়।

ভারাক্রান্ত হৃদয নিয়ে
দাদীর রওজায় গিয়ে
ডাকি দাদী দিন গো সাড়া
নিয়ে যান সাথে আমায়।

পেয়ে দাদীকে হুর গেলমান
প্রাণ খুলে স্বাগত জানান
মামদূহর আম্মাজানের শানে
ছানা পড়ি ক্বাছীদায়।

শ্রেষ্ঠ হাদীয়া আলমের তরে
দাদীজি দিলেন মোদেরে
উনিতো মামদূহ আক্বা
মুজাদ্দিদ আ’যম কায়িনায়।

অঝোরে অশ্রু ঝরে



অঝোরে অশ্রু ঝরে
আশকিানরে চোখে কায়িনায়
শোকরে বদেনা ছাড়া
রহে না কছিু বুকে হায়

মোদরে ছেড়ে দাদী ক্ববিলা
চললিনে ইলাহী দদিারে
দাদীকে হারিয়ে শুধু
বরিহ বদেনা বাড়ায়

স্তব্ধ চারদিকি আজ
স্তব্ধ নদীর কলতান
দাদীকে হারিয়ে আশিকান
শোকে শুধুই কাতরায়

জান্নাতি দ্বার খুললনে
ফরেস্তাও খোদা
সাইয়্যদিা দাদী হাসেন 
 ওই বহেস্তি বাগিচায়

খোদারই মহান আশিকা
মোদরে দাদী ক্বিবলাহ
দাদীর বিছাল শরীফে
পড়ছি দরূদ নিরালায়

দাদী দিলেন শ্রষ্ঠে হাদীয়া
সরো মুজাদ্দদি যম
তাই রইবো জনম জনম
সাইয়্যদিা দাদীর ছানায়

দাদীর শানে পড়ি
দলি খুলে ছল্লু আলা
কবুল করুন মোরে
আক্বা মামদূহজীর উছলিায়

বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১১

মাদানী তোহফা নক্বীবাতুল উমাম


মাদানী তোহফা নক্বীবাতুল উমাম
সাইয়্যদিী বাগরে রায়হানা,
রসূল  মাওলার ফায়জি সাকনিা
নিয়ে শ্রষ্ঠো সুলতানা

নূরে রওশন করনে ভুবন
খুশরি আলোড়ন ধন্য জীবন
আধারী ভুবন করলনে আলোয়ান
সবে আপনাতে দিওয়ানা 
হবো দিওয়ানা 

নূরী দীদারে ঝড়ে গুনাহ
জাহানে নইে এমন সুলতানা
পিতাজী মুজাদ্দিদে যামানা
উনার ক্বদমে হও দিওয়ানা 
হবো দিওয়ানা 

ওই ইলাহীর করে কসম
বলবো মোরা জনম জনম
আপনার খিদমতে উজাড়
হয়ে হবো দিওয়ানা 
হবো দিওয়ানা

হিদায়েতি  ছায়ায় আনলেন দয়ায়
রাখুন মায়ায় বলি ক্বাছীদায়
ইশকি বন্ধনে বাধুন গোলামে
যে বন্ধন আর ছিডবেনা
হবো দিওয়ানা 

সাইয়্যিদী বাগরে ফুটন্ত ফুল
জাহান মাঝে আপনি মক্ববুল
সেই ফুটন্ত ফুলরে রশ্মি পেতে
কায়িনাতের সবে দিওয়ানা 
হবো দিওয়ানা 

ঈদে মীলাদে হযরত শাহযাদীয়ে উলা ক্বিবলাহ আলাইহাস সালাম



মীলাদ মীলাদ আজ॥ মীলাদ মীলাদ আজ॥ মীলাদ মীলাদ॥
উলা শাহযাদীর মীলাদে, ঈদে আত্মহারা মুরিদে॥

যাহরায়ি রঙে মিশে, রহমত ছড়ান আকাশ বাতাসে
বাতিল নিধন নিমিষে, দেখি আজ কায়িনাতে 
আশিকানের হৃদ আহলাদে॥

তাকবির ধ্বনি ওই শুনা যায়, কিসের রশ্নি এত দেখা যায়
শাহযাদীর রশ্নিতে, ভরে গেল জগতে,
রহি উনারি মীলাদে॥

জান্নাত ফুলে ফুলে সেজেছে, কায়িনাত নূরে নূরে চমকিছে
রসূল ও রব্বানা মীলাদে দিওয়ানা, 
শরীক সবে আজ মীলাদে॥

যাহরায়ি নাজ নিয়ামত নিয়ে, জান্নাতি সুবাস দেন ছড়িয়ে
আসমান ও যমীনে আজ সারা আলমে, 
রহে শাহযাদীর মীলাদে॥
হুজরা পাকেতে খুশির ঢল,করছে সব আজই ঝলমল
শাহযাদীয়ে আওওয়াল, গ্রহেন মোদের ত্বলায়াল, 
রহি আপনারই মীলাদে