সূরের ছোয়ায় পরশ লাগে ঐ প্রাণে॥
শাহযাদী উলার শাহী বাগানে
এসেছে বসন্ত হাজারো ঘ্রাণে
শাহ দামাদের গভীর ছোয়ায়
হাজারো ফুলের রং যে ছড়ায়
দুটো ফুলের যে হাজারো বাহার
এ কেমন রূপ শুধু জানেন নিরাকার॥
শাহ নাওয়াসীদ্বায়ের অপরূপ শান
সারওয়ারে কায়িনাত উনাদের প্রাণ
আলো ছড়াতে অনন্তকাল
নিয়েছেন তাশরীফ ঘরে শাহযাদী উলার
মোবারক হো শাহ দামাদের জীবন
শাহ নাওয়াসীদ্বায়ের মাঝে আপনার স্বরণ॥
হাজারো পিদিম জ্বলে ঐ রাতের আকাশে
সব আলো নেভে রবি হাসলে
সে রবি মোদের শাহ দামাদ ক্বিবলাহ
ভেসে রন যে আক্বাশে তিনি শাহযাদী উলা॥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন