অশান্ত অবুঝ হৃদয়
অশান্ত অবুঝ হৃদয়কে, কি বলে দিব শান্ত্তনা
কত কি চাহি আমি, চাওয়ার তো ভাষা নেই জানা।
অপলক অশ্রুতে আঁখি, ভিজিয়ে করছি হাহাকার
চেষ্টাতে ত্রুটি রয়ে যায়, পবিত্র হতে পারিনা।
চাহি যা তার চেয়েও বেশি, দান করেন সর্বদা আমায়
অযোগ্য অসহায় ফকির, গ্রহণে সেই দান দক্ষিণা।
অপ্রাপ্তির অসহ্য ব্যথা, বিধ্বস্ত করেছে মন
অনুক্ষণ মনিবের খেয়াল, অন্তরের মিটায় যাতনা।
অধমের ছিদ্র পাত্রের, অসি'রে অক্ষম জীবন
করুণায় পূর্ণ পাত্র দিন, এ যে নয় মোর বাহানা।
আশ্রয় চাই করজোড়ে, ত্যাগীতে সকল আকাঙ্খা
হে দাতা দানেন সন্থষ্টি, নেই যে আর কোন বাসনা।
-মুহম্মদ হাফিজুর রহমান খান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন