মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১

হাজার বছর পর কে হে সুলতান ভাসান মদীনার ছবি


হাজার বছর পর কে হে সুলতান ভাসান মদীনার ছবি
সীরাত ছুরতে, রহমতে বরকতে উঠেছে এ কোন রবি।

সুন্নতী মসজিদে আমি যবে যাই, মসজিদে নববীর স্মৃতিতে হারাই
আপনার দর্শনে নবিজীর দর্শন, সোহবতে হয়েছে সবি।

প্রতিদিন তওবাতে রাসূলের ফোটে শান
আপনি পার হন দীদারের সোপান
রাসূলের সাহাবা তারকা হলে, মোরা বহি সেই সুরভী।

আপনি রাসূলের প্রতিনিধি পরিজন
কুতুবুল আলম আপনি সেই ফায়েজ অনুক্ষণ
যামানার শেষে যেন প্রথমেরই আভাস
তাজদীদে হয়েছে সবি।

রাসূলেরই সব মিলে আপনারই জিসিমে
মিশে রন জাত পাকে, নিঃশ্বাসে নিশ্বাসে
আপনারই মাঝে শুধু, রাসূলেরই ছায়া
বিজয় নিশ্চিত , এ নায়েবে নবী।

খিলাফতে আলা, মিনহাজুন নুবুওওয়াহ
আসবে ধরার বুকে, ভেঙ্গে সব আলেয়া
আপনারই পথ হলো, রসূলেরই পথে
মতে মিশে রয় ঐ ইলাহী।

হাজারো সাগর নদী, বহে আর কত পানি


হাজারো সাগর নদী, বহে আর কত পানি
তার চেয়ে বেশি কাঁদি, আমি হায় নিরবধি
দুঃখ নয়; সুখেই ঝরে, এ পানি দু চোখ বয়ে
পেয়েছি শায়েখ আমি, আল্লাহ পাক এর শ্রেষ্ঠ ওলী॥

মারেফাতের যত পথে, যায় পাওয়া যায় ইলাহী
শায়েখ আমার ফায়েজ ছড়ান
পায় ইশকের সব বিরহী
ওলী কুতুব গাউস আবদাল, নিয়ামত পান সকাল বিকাল
আমি কেবল অপেক্ষাতে, সেই নিয়ামত আসে যদি॥

শাফায়াতের মালিক হয়ে, রাসূল যবে রোজ হাশরে
রাসূলেরই হাবীব শায়েখ, রবেন বসে সেই আসরে
ভয় কি আমার বিচার দিনের, মুরিদ যদি রই সেই ক্ষনে
মুরিদ আমি সব সময়ে, কবুল শায়েখ করেন যদি॥

কে বলে বাংলা দীন হীন গরীব একটি দেশ


কে বলে বাংলা দীন হীন গরীব একটি দেশ
এখানে রয়েছে, ফায়েজের সূর্য, অবারিত সুখ
শান্তি অনিমেষ॥

আরব যখন ছিল,ভ্রান্ত জাতি
এলেন সেথায় রসূল
সম্মানিত হলো সবে, ফুটলো মরুর ফুল
আমরা রাসুল পাইনি
পেয়েছি নায়েবে রসূল
বিশ্বের এক দারিদ্র দেশে ফোটানো সুন্নতি ফুল
এই তো মোদের সব, নেই দুঃখ অবশেষ॥

আমরা বদর পাইনি, পাইনি জঙ্গে উহুদ
আমরা পেয়েছি উলামাযে ছু অর্হনিশি প্রতিরোধ
আমরা পেয়েছি কুতুবুল আলম মুজাদ্দিদ মজবুত॥
দিগন্তের পারে উঠেছে সূর্য নেবো মিথ্যার প্রতিশোধ
এই তো মোদের সব, নেই দুঃখের কোন লেশ॥

কোন আলোয় খুজবো আমি


কোন আলোয় খুজবো আমি
আপনারি মুবারক শান
আপনারি আলোয় ভরা যমীন ও আসমান॥

রসূলের নূর হতে নূর আসে প্রতিক্ষন
আপনারি জাতে পাই, রসূলের প্রতিফলন
রাসূলের হলে কারো হয়না অন্য কারো
শুধু ইলাহীর সিজদায় থাকে সারা মন প্রাণ॥

মুবারক আপনার জাতে, ফায়েজ দেন রব্বনা
মুজাদ্দিদ আয়োজনে, পাঠালেন শেষ যামানাতে
আপনারি ফায়েজে, আলোকিত এ ভুবন
কোন আলোর নেই প্রয়োজন, আপনার আলো অফুরান॥


সাবর কারলে আজ, মেরি ইয়ার


সাবর কারলে আজ, মেরি ইয়ার
ছাবর ছে বাড়তে হ্যায় শান
যো মিলতে হ্যায় আজ উছকে লিয়ে
দিল হোতা হ্যায় পেরেশান॥

শায়েখ কি তাওয়াজ্জুহ কে লিয়ে
দিল বাকী ন্যাহি মাঙতা
আওর ছাব কুচ নেহি মিলেগা
গামতো নাহি হামারা॥

নাজার মে যাব নেহি আয়েগা
শায়খ কি নূরানী বাদন
ফায়দা মেরি কেয়া, হাথ পে আয়েগা
সারা দো জাহান॥

ইয়া ইলাহী! হাথ জোড় কার
দুয়া মাঙতা ম্যায় গুনাহগার
আরজু মেরি শায়েখ কি ফায়েজ
হো গা ইলাহী দীদার॥

বসরার গোলাপের খুশবু আসে ভেসে


বসরার গোলাপের খুশবু আসে ভেসে
বাংলার বাতাসে॥
রাবেয়া বসরীর ইশক্বের নহর বহে
ঐ দূর পাহাড়ে
ও বাতাস, ও পাহাড়
বলোনা হারালে তুমি
কি অমন বিশ্বাসে

গভীর আবেশে, বলে ঐ বাতাস
জেনে রাখ একবার
বাংলায় এক আশেকা
ধ্যানে আছেন ইলাহার
তাঁর নেক পরশে সুরভিত চারিদিক
ইলাহার যিকির যেন হয় প্রতি নিশ্বাসে
আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ।

আদব লয়ে বলে ঐ পাহাড়
পৌঁছে আমি আকাশে
দেখি এক আসন, বহু দূর আরশে
তিনি এক আশেকা রয়েছেন বাংলায়
তাই মোর নহর বহে, সেই সুখ প্রকাশে।



দিদার বেলায় করি মুনাজাত


দিদার বেলায় করি মুনাজাত
হে আমার হৃদয়ের ধন
আল্লাহ যেন করেন আপনার
বরকতময় ধন্য জীবন॥

আপনি হবেন রসূলে  খোদার
যিনি মহীয়ান গরিয়ান
মক্কা মদীনা নয় গো শুধু
সারা বিশ্বে উড়াবেন নিশান॥

উঠবে জেগে ফের ইসলামী দ্বীন
যার সূচনায় ইব্রাহিম খলীল
(আলাইহিস সালাম)
মুর্তি পূজার হবে অবসান
রক্ষা পাবে এই নিখিল॥

ধ্বংস হবে বিশ্বভুবন
আমিও রবো ঐ পাড়ে
বাণী আমার রবে অমলিন
পবিত্র আপনি এই ঘরে॥

হবে কি ক্বাছীদা বাণী বিনে

 হবে কি ক্বাছীদা বাণী বিনে
সূরের ছোয়ায় পরশ লাগে  ঐ প্রাণে॥

শাহযাদী উলার শাহী বাগানে
এসেছে বসন্ত হাজারো ঘ্রাণে
শাহ দামাদের গভীর ছোয়ায়
হাজারো ফুলের রং যে ছড়ায়
দুটো ফুলের যে হাজারো বাহার
এ কেমন রূপ শুধু জানেন নিরাকার॥

শাহ নাওয়াসীদ্বায়ের অপরূপ শান
সারওয়ারে কায়িনাত উনাদের প্রাণ
আলো ছড়াতে অনন্তকাল
নিয়েছেন তাশরীফ ঘরে শাহযাদী উলার
মোবারক হো শাহ দামাদের জীবন
শাহ নাওয়াসীদ্বায়ের মাঝে আপনার স্বরণ॥

হাজারো পিদিম জ্বলে ঐ রাতের আকাশে
সব আলো নেভে রবি হাসলে
সে রবি মোদের শাহ দামাদ ক্বিবলাহ
ভেসে রন যে আক্বাশে তিনি শাহযাদী উলা॥

কামলিওয়ালা দিন


কামলিওয়ালা দিন

কামলিওয়ালা দিন, দিল খুলে নূর ছড়িয়ে
ভরে যাক নূরে সবই, সরকার দিন নূর ছড়িয়ে

রাতে সিরাজ জ্বালিয়ে, রব আরশ সাজিয়েছেন
কার বিলাদতে, সবে জেগে উঠেছে
মোদেরই শাহযাদা, আজ দুনিয়াতে এসেছেন
রমাদ্বান নূরে নূরী, সরকার দিন নূর ছড়িয়ে॥

আপনি খালিকের নূর, আপনি মালিকের নূর
করজোড়ে আছি, আপনি রাযিকের নূর

প্রাণেরই শাহযাদা, গুনাহগার কে নিন নূরী করমে
ভরে যাক নূরে সবই, সরকার দিন নূর ছড়িয়ে॥

যার এই জাহান আঁধার, তার ওই জাহানও আঁধার
কলব হলনা জিন্দা, তাই দুনয়নে আঁধার
ওহে আওলাদে রসূল দিন নূর ছড়িয়ে
ভরে যাক নূরে সবই, সরকার দিন নূর ছড়িয়ে॥

মোর ঘর আক্বার দরগাহ, নেই জগতে ঘর কোন
আক্বা দিন ঠাই ক্বদমে, নেই জগতে দরদী কেহ
শাফিয়ে ম্যাহশার, মাটির ঘরে দিন নূর ছড়িয়ে
ভরে যাক নূরে সবই, সরকার দিন নূর ছড়িয়ে॥


যত বলি শান আপনারি আক্বা


যত বলি শান আপনারি আক্বা
আপনারি জাত-পাক নূরেতে ঢাকা
কুদরতের মাঝে আপনার অনুরণ
রসূরী নিসবত, মিলে সারাক্ষণ॥

আওলাদের ফখর করেন রসূল পাক
সৃষ্টির শুরুতেই আপনারি বিকাশ
রসূলের মাঝে আপনারি অনুভব
আপনি হন জামে, রসূলী আদব
সুন্নাহ জাগলো যামানার শেষে
নিয়ামত আপনায় শুরুতেই মিশে॥

আপনারি দোয়া ইলাহার ইশারা
রসূলী চাওয়ার মিলিত ধারা
আপনারি জবান ইলহামে ভরা রয়
আপনারি নূরেতে জগত নূরানী হয়
মিরাজের রাতে আপনারি তাশরীফ
বেড়েছে কার শান বুঝেনা এ গরীব॥

খিলফত আসবেই মদিনার সুবাসে
আল্লাহু তাকবীর ছড়াবে বাতাসে
হক্বের নিশান উড়াবেন আপনি
জান্নাতি নিয়ামত পাবে এ ধরণী
মুজাদ্দিদ আসবেই শতকের শুরুতে
রসূলের পরে স্থান কে পেয়েছে ভুলোকে॥


না হয় যদি যিকির তোমার


না হয় যদি যিকির তোমার
না হয় যদি দরূদ পড়া

না হয় যদি যিকিরি তোমার
না হয় যদি দরূদ পড়া
পাঠ কর হে সালিক তুমি
ক্বাছীদায়ে মুর্শিদ ক্বিবলাহ॥

সালিক যখন দোয়ার তরে
হাত তুলে ওই খোদার কাছে
পড় তুমি দরূদ শরীফ
সাথে আরো ক্বছীদা মালা॥

আমার যিকির ক্বাছীদা পড়া
তাতেই আসে রহমত ধারা
দূর হয়ে সকল গ্লানি
দোয়ায় রয় ক্বছীদা বাণী॥

আমার খোদা আমার রসূল
হয়নি চেনা মুর্শিদ ছাড়া
কুরআন কালাম দরূদ শরীফ
অযীফা কর ক্বাছীদা পড়া॥

চাও যদি চাও নসীব বদল
ক্বাছীদা পাঠে পাবে সে ফল
ক্বাছীদায় থাকে মুর্শিদের শান
মুর্শিদ মাঝে আল্লাহ মহান॥

পথ হারাদের পথের দিশা
মুর্শিদ ঘুচাঁন সব নিরাশা
হারাম গানের অন্ধ যুগে
ক্বাছীদা মেটায় সকল আশা॥


সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১১

ছালাম নিন মোদের শাহযাদা



ছালাম নিন মোদের শাহযাদা
-বিশ্বকবি মুহম্মদ মুফাজ্জলুর রহমান

বিলাদতে আজিমত রওনকে নূরী বাশারাত
৯ই সিয়ামে তাশরীফ আনেন শাহী হাছানাত
ওলী গাউছ কুতুবগণ ইস্তিকবালে হন জামায়াত
আমরা আশিকান ছালাম ভেজি বেশুমার ছদাকাত।

ছালাম নিন মোদের শাহযাদা

ইয়া হাছিন ছালামু আলাইকা
ইয়া মুহছিন ছালামু আলাইকা
ইয়া শিরিন ছালামু আলাইকা
ছলাওয়াতুল্লাহ আলাইকা।


বিলাদত শরীফে আপনার
ত্বলায়াল জানাই বেশুমার
তব তাশরীফে সব আঁধার
দূরীভূত হল শাহযাদা।

আলোকিত রয় ধরণী ঠিক
সাথে ধন্য ছুবহে ছাদিক
ধন্য হই আমরাও ছালিক
শুকরিয়া জানাই শাহযাদা।

মামদূহজীর আকবরী আঙ্গিনায়
আম্মাজীর নূরানী হুজরায়
জান্নাতী আহালের পাক ছায়ায়
তাজিমী তাশরীফ শাহযাদা।

আখিরী রসূলের রওশন
হাদীয়ে আজমের আগমন
আজ ঈদেই রহি সারাক্ষণ
কামিয়াব মোরা শাহযাদা।

আসমান আর যমীনবাসীরা
খুশিতে আজ আত্মহারা
আপনারি শিরে রয় জোড়া
ইমামী মুকুট শাহযাদা।

আপনি তো সাইয়্যিদী সরদার
ক্বিবলায়ে কাবার উপহার
নববীর নূরেই মুনাওওয়ার
রাজারবাগ এলেন শাহযাদা।

অনন্ত চাই তব ছোহবত
ফায়েজ তাওয়াজ্জুহ ও নিছবত
হামেশা দীদারেই আলবত
কবুলেই রাখুন শাহজাদা।

ছালাম নিন, হে শাহযাদায়ে কিবরিয়া
ছালাম জানাই, হে তাজেদারে আউলিয়া
চাই তব সাথেই হাশর জান্নাত, হে গাউছে শাহযাদা ॥

শাহী নছবে


শাহী নছবে
-        মুহম্মদ মুহীউদ্দীন

শাহী নছবে শাহ নাওয়াসীদ্বয়
প্রথমা মালিকার আদুরী মায়ার
হাসিতে ঝলমল দুটি তারকা
ললাট চুমেন হায়দারী কায়ার ॥

* এক রাশ নূরের দুটি সিতার
রহমতী বৃষ্টির উঠান জোয়ার
নববী ভেলা দিয়ে ভাসিয়ে
রববী চাহন বুলান অপার ॥

* কুবরা আম্মাজীর বক্ষ আসনে
স্নেহে-পরশ যাহরায়ী স্মরণে
মুর্শিদী ছায়ায় হাসনাইনী সুবাস
কায়িনাত বিলকুল গ্রহে অপার ॥

* খলীফাতুল উমামের ছিফতী শান
বাতিল বিনাশে বজ্র আযান
জড়োয়া মালিকা ইশক দানে
মুমিনায় করেন কামালে বাহার ॥

* ছানী সুলতানার জোড়া আঁখির
নাওয়াসীদ্বয় রহেন নিবিড়
নূরের ছড়াছড়ি হুজরা পাটিতে
উন্মূখ যেন বেহেস্তী দ্বার ॥

* এ গোলামকে দৃষ্টিতে রেখে
চমকান মোরে তনুতে মেখে
বেষ্টনির জালেই মিলিবে মামদূহ
বরাত রওশন হবেই আমার ॥

শুকরিয়া জানাই বেশুমার



শুকরিয়া জানাই বেশুমার
-আবুল হাসান মুহম্মদ ওয়াজীহুল্লাহ

আপনার করম পেয়ে শুকরিয়া করি বেশুমার,
তব করম পেতে হাজির অধম গুনাহগার ॥

মামদূহ আপনার দীদার পেতে রয়েছি অপেক্ষায়,
তব দীদারে রসূলী দীদার মিলে ইজহার ॥

আপনার ডাকে হাজির হতে সঁপি জান ও মাল,
কাছে থাকি দূরে থাকি মুরীদ আপনার ॥

নফসের ওয়াসওয়াসায় পড়ে হয়েছি পথহারা,
ক্ষমার লাগি তব দ্বারে দিন-রাত্রি ইন্তেজার ॥

করবো ইবাদত খোদারই তব ক্বদম চুমে
নূরী তাছবীর দেখান হে শায়েখে যামানার ॥

ইয়া খোদা মোরে রাখুন আক্বার পাক ক্বদমে,
মামদূহ বিনে এ জীবনে কে আছে বাঁচাবার ॥

রেজায়ে মামদুহ ও আহাল চাহিছি এ গোলাম,
নূরী রেযার তরে মিলে রেযা রসূল-খোদার ॥