অপেক্ষায় রহি অধীর আমি মামদূহর দুয়ারে,
দিবস-রাত যায় মোর চলে সেই বিভোরে।
কবে পাবো বরকত পেয়ে আক্বাজীর নিছবত,
রেজায়ে রায়হান নছিবে বরে কি উপহারে।
কেঁদে কেঁদে চাহি দায়িমী হাক্বীক্বী রহি
ইছলাহে থাকতে অধম সদা রহি আবদারে।
ভুল করি দমে দমে আহা নফছের আঞ্জামে
তাই হয় বেয়াদবী ইচ্ছারই অগোচরে।
পরীক্ষাতেই বিফল হই উপহাসে আমি রই
যদিও আছি তুচ্ছতায় তবুও আশায় দরবারে।
কতকাল অবহেলাতে ভাসি সময়ের স্রোতে
তাকান মম পানে তব দয়ার নজরে।
অপরাধে ক্ষত হয়ে ক্ষমা চাই ক্বদম ছুঁয়ে,
হৃদয়ের এই বাসনা, মাহরূম না করবেন মোরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন