ইয়া আক্বা ইয়া আক্বা ইয়া আক্বা
খলীফাতুল উমাম তাশরীফান
জানাই সবে আহলান সাহলান
তাজদীদ করে বিশ্ব জাহান
খিলাফতের ঝাণ্ডা করেন কায়িমান ॥
হলেন আক্বা সাইয়্যিদান, বেমেছাল খাইরে ক্বছিরান,
হন আউলিয়ায়ে সুলতান, কি পড়িব আপনার শান ॥
শান্তির ফোয়ারা কায়িনায়, শাহযাদার আগমনি রৌশনায়,
বাতিল ভয়ে পালিয়ে যায়, আওয়ামুন নাস পেল ঈমান ॥
ছূ উলামাদের কৌশল বরবাদ, খলীফাতুল উমাম জিন্দাবাদ,
মুজাদ্দিদের আ’যমের আওলাদ, করিলেন দয়া অফুরান ॥
বিজ্ঞানে মুসলিমদের বড়ই অবদান, আক্বা শাহযাদা করেন বয়ান,
তা’লীম শুনে পরিত্রাণ, পেল আশিক আশিকান ॥
কাফির মুশরিক ইহুদী নাছারা, নিস্তেনাবুদ হয়ে দিশেহারা,
ধুঁকে ধুঁকে যাচ্ছে মারা, গযবে পড়ে ওই বেঈমান ॥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন