সোমবার, ২৭ ডিসেম্বর, ২০১০

আক্বাজী রাখুন তব ক্বদমে


আক্বাজী রাখুন তব ক্বদমে,
নিছবত দিন গোলামে॥

হাজির অধম আমি তব দ্বারে
রাখুন তব ক্বদমে,
দুঃখি আমি করম দিন মোরে
তব যিকির করি দমে দমে,
কিছু চাহিনা চাহি তব রেজা
রাখুন তব রহমে। ঐ

শ্রেষ্ঠ আউলিয়া আক্বা আমার
তব নূরের ঝিলিক আসমানে,
যাবনা আকা আপনায় ছেড়ে
রইব তব আদশে মেনে
রুজু আমি তব দ্বারে
কবুল করুন এই অধমে। ঐ

হাজার ওলীর সেরা ওলী আক্বা
আসেন মুজাদ্দিদ হয়ে,
যামানা তব নূরে ভরপুর
বাতিল পালায় যে ভয়ে,
অধম সালিক কহি কেঁদে
রাখুন তব করমে। ঐ

সানা-ছিফত করলে তব
রহমত বর্ষে যমীনে
দুরূদ পড়ে সৃষ্টি কুল
সবে আপনায় পেতে ব্যাকুল,
মকবুল আপনি যে ইলাহী
ক্বদমে রাখুন গোলামে। ঐ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন