সোমবার, ২৭ ডিসেম্বর, ২০১০

ক্বছীদা পড়তে অনেক ভুল বেয়াদবী হয়


ক্বছীদা পড়তে অনেক ভুল বেয়াদবী হয়,
পারিনা পড়তে অধম কোশেশ করে যায়,
বেয়াদবী ক্ষমা করে মামদূহ,
রাখুন তব রহমতি ছায়ায় ।

বেয়াদবী ক্ষমা করে ওগো আক্বা,
ক্বদমে মোরে দিন গো ঠাই,
শুদ্ধ করে দিন হুসনে যন আমার,
কহি অধম কেদে ক্বছীদায়।

ক্বছীদা পড়ি এই আদনা অধম,
চাহি শুধু তব নজর করম,
দয়া চাহি রাখুন ক্ষমাতে,
হরদম থাকি ক্ষমা পাওয়ারই আশায় ।

আপনি বীনে কেউ নেই মোর ধরায়,
ওগো মালিক রাখুন দয়ায়,
পেরেশানিতে আছি অধম দয়া চাই,
তব ক্বদমে জীবন কাটাতে চাই ।

ক্বছীদা পড়ে আমার এই জীবন,
বিলীন করব আশা করুন পুরণ,
ফয়িজ দানুন মোরে প্রতিক্ষন,
তব ক্বদম পাকে আরজু জানাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন