সোমবার, ২৭ ডিসেম্বর, ২০১০

মামদূহজীর নূরানী নামে


মামদূহজীর নূরানী নামে
নবীজির খুশবু ঝড়ে,
জিন্দাবাদ মুর্শিদ ক্বিবলাহ্
আক্বাজী শ্রেষ্ঠ উসিলাহ্ ॥

মামদূজীর নূরানী নূরে
ভাগে শয়তান যে মরে,
জীন ইনসান তব স্মরে,
তব জাতেই উজ্বালা ॥ ঐ

আক্বার তারিফ করি মোরা
দুনিয়ায় তব শান সেরা,
পড়ি মাহফিলে ক্বাছিদা
আক্বাজী হলেন নূরীউল্লাহ॥

ফিরিস্তা তব যিকিরে,
রয় রাত দিন ফিকিরে,
মোরা তো তব নাম পড়ি,
পড়েই হব ফানাফিল্লাহ ॥

মুশকিল আসান তব নামে,
গোলামী করি অধমে,
রহি যে তব কদমে,
মিটিয়ে দিন গুনাহ ॥

দিলে দিন তব মুহব্বত,
চাহি তব নূরি মত,
তব ইশকে হউক মউত,
আপনি নায়েবে রাসূলিনা ॥ ঐ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন