রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

কিছমতে যা জোটে সবি আক্বাজীর দান


কিছমতে যা জোটে সবি আক্বাজীর দান

কিছমতে যা জোটে, সবি আক্বাজীর দান
অন্তর থেকে যাচি, ক্বদমে হতে কুরবান

জিন্দেগী কাটছে মোর, গুনাহের সাগরে
রাত্রি পেরিয়ে ভোর, তবুও রহি হয়রান।

কোথায় মোর ঠিকানা, কোথায় কি জানিনা
আমি তো বুঝিনা, শুধু রহি বিরান।

জীবনের উদয়ে, পেয়েছি ছোহবত আপনার
কেন হেরি নিজকে, আমলে পিছুয়ান।

যতটুকু বুঝি আপনায়, রাখলে ভরসা
পুরণ হয় প্রত্যাশা, ইহাই তো ইয়াকীনান।

কে করিছে বারণ, আমায় জীবনের পথে
তাকেই করুন দাফন চাহি তব ইহসান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন