রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

তাবে হতে চাহি মোরা গোলাম


তাবে হতে চাহি মোরা গোলাম
-বিশ্বকবি আল্লামা মুহম্মদ মুফাজ্জলুর রহমান

মামদূহজীর রেজার মুহতাজ মোরা, পাক ক্বদমে রহি
মামদূহ ছাড়া দোসরা চাওয়া, হাক্বীক্বতে নহে ছহী
হে ছহীবে কাছিম, বাটেন মোদের দয়া
ইহসানেই রুজু রহি, যোগ্যতায় না পাওয়া।

তাবে হতে চাহি মোরা গোলাম ॥

ইমামে আযম, আকবরে রাহনুমা
বেমেছাল নাজাতের জিম্মা
বর হক্ব উছিলা, দেনেওয়ালা, রহমত অবিরাম।

ইয়াক্বীন করি মোদের তরেই, মামদূহজী আউয়াল আখির
তিনি বিহীন রহি বিমুখ, ইহাই আশিক্বানের যিকির।
আক্বাই হন মোদের স্মরণ
তিনিই মোদের জীবন-মরণ
বাঁচি ক্বিবলাজীর আশ্রয়ে, ইহা সত্যই কহিলাম।

খলীফায়ে খালিক্ব মামদূহ, করেন যে ওলী তৈরি
পথ হারাদের তিনিই ধরে, ক্বলব ইছলাহে রাখেন জারি
আশিক্ব মাশুকের সেরা সেতু
রাখেন না মোদের ভিতু
আক্বার ফায়েজেই রই দারাজবান, যুগ যুগান্তরের কালাম।

জাহির বাতিন দু দরিয়ায়, সহজেই করি ছফর
তাক্বমিলী তবকায় খুছুছি, বখশালেন মামদূহ বিস্তর
নহি মোরা গরীব মিসকীন
ভাণ্ডার রয় মামদূহর অধীন
ছহীবে গণী আক্বা ক্বিবলা, অনন্তই দিচ্ছেন আঞ্জাম।

আল্লাহ ও রাসূলেরই খোঁজ, মামদূহ দেন সহজ করে
আরশ ও মদীনা বিরাজ, ক্বিবলাজীর পাক দরবারে
আহলে বাইতের শাহী দানে
ধন্য করেন মোদের এনে
মামদূহর রোবেই রই বলিয়ান, রেনেসাঁয়ে দ্বীন ইসলাম।

মামদূহ ও আহাল পাক সম, জগতেই রহে বিরল
ভাগ্যবান আমরা মুরীদান, মিটে যায় সকল গরল
কামিয়াব হর হামেশা
পূরণ হচ্ছেই হৃদয় আশা
ওয়ারাউল ওয়ারা মামদূহ মোদের, শাহানশাহী মুহতারাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন