সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১১

মুজাদ্দিদের ছায়া তলে


মুজাদ্দিদের ছায়া তলে
-আব্দুল্লাহ মুহাজির গোলাম মুনজির মুহম্মদ

মুজাদ্দিদে আযম মামদূহ,
উনার কদমে হও রুজু।

মুজাদ্দিদের ছায়া তলে,
এসো মুসলিম দলে দলে।

সামিল হওরে সুন্নাহ রঙ্গে,
বাতিল বিদয়াত করে নিভু।

তিনি মুর্শিদ এ উম্মাহর,
ওলী কুলে তিনি রাহবার।

হক্বের দিশা পেতে সবে,
উনার কদমে দাও চুমু।

মুর্শিদ সুলতানুন নাছীর,
দিশাহীন উম্মাহর দাস্তগীর।

বিপদ-আপদে উদ্ধারিতে,
নিরাশ করেন না (তিনি) কভু।

উম্মাহ মাঝে নবী যেমন,
মুরীদেও মুর্শিদজী তেমন।

ছাহাবা শানের গোলামীতে,
মুর্শিদ যিকিরে থাকো শুধু।

জীবনে সবচে সেরা ধন,
মামদূহ ও নূরী আহালজন।

দায়েমী নূরানী নিছবত,
পেতে নিশিদিন ঝরে অশ্রু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন