মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১

হাজারো সাগর নদী, বহে আর কত পানি


হাজারো সাগর নদী, বহে আর কত পানি
তার চেয়ে বেশি কাঁদি, আমি হায় নিরবধি
দুঃখ নয়; সুখেই ঝরে, এ পানি দু চোখ বয়ে
পেয়েছি শায়েখ আমি, আল্লাহ পাক এর শ্রেষ্ঠ ওলী॥

মারেফাতের যত পথে, যায় পাওয়া যায় ইলাহী
শায়েখ আমার ফায়েজ ছড়ান
পায় ইশকের সব বিরহী
ওলী কুতুব গাউস আবদাল, নিয়ামত পান সকাল বিকাল
আমি কেবল অপেক্ষাতে, সেই নিয়ামত আসে যদি॥

শাফায়াতের মালিক হয়ে, রাসূল যবে রোজ হাশরে
রাসূলেরই হাবীব শায়েখ, রবেন বসে সেই আসরে
ভয় কি আমার বিচার দিনের, মুরিদ যদি রই সেই ক্ষনে
মুরিদ আমি সব সময়ে, কবুল শায়েখ করেন যদি॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন