মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১

কে বলে বাংলা দীন হীন গরীব একটি দেশ


কে বলে বাংলা দীন হীন গরীব একটি দেশ
এখানে রয়েছে, ফায়েজের সূর্য, অবারিত সুখ
শান্তি অনিমেষ॥

আরব যখন ছিল,ভ্রান্ত জাতি
এলেন সেথায় রসূল
সম্মানিত হলো সবে, ফুটলো মরুর ফুল
আমরা রাসুল পাইনি
পেয়েছি নায়েবে রসূল
বিশ্বের এক দারিদ্র দেশে ফোটানো সুন্নতি ফুল
এই তো মোদের সব, নেই দুঃখ অবশেষ॥

আমরা বদর পাইনি, পাইনি জঙ্গে উহুদ
আমরা পেয়েছি উলামাযে ছু অর্হনিশি প্রতিরোধ
আমরা পেয়েছি কুতুবুল আলম মুজাদ্দিদ মজবুত॥
দিগন্তের পারে উঠেছে সূর্য নেবো মিথ্যার প্রতিশোধ
এই তো মোদের সব, নেই দুঃখের কোন লেশ॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন