মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১

বসরার গোলাপের খুশবু আসে ভেসে


বসরার গোলাপের খুশবু আসে ভেসে
বাংলার বাতাসে॥
রাবেয়া বসরীর ইশক্বের নহর বহে
ঐ দূর পাহাড়ে
ও বাতাস, ও পাহাড়
বলোনা হারালে তুমি
কি অমন বিশ্বাসে

গভীর আবেশে, বলে ঐ বাতাস
জেনে রাখ একবার
বাংলায় এক আশেকা
ধ্যানে আছেন ইলাহার
তাঁর নেক পরশে সুরভিত চারিদিক
ইলাহার যিকির যেন হয় প্রতি নিশ্বাসে
আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ।

আদব লয়ে বলে ঐ পাহাড়
পৌঁছে আমি আকাশে
দেখি এক আসন, বহু দূর আরশে
তিনি এক আশেকা রয়েছেন বাংলায়
তাই মোর নহর বহে, সেই সুখ প্রকাশে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন