কামলিওয়ালা দিন
কামলিওয়ালা দিন, দিল খুলে নূর ছড়িয়ে
ভরে যাক নূরে সবই, সরকার দিন নূর ছড়িয়ে
রাতে সিরাজ জ্বালিয়ে, রব আরশ সাজিয়েছেন
কার বিলাদতে, সবে জেগে উঠেছে
মোদেরই শাহযাদা, আজ দুনিয়াতে এসেছেন
রমাদ্বান নূরে নূরী, সরকার দিন নূর ছড়িয়ে॥
আপনি খালিকের নূর, আপনি মালিকের নূর
করজোড়ে আছি, আপনি রাযিকের নূর
প্রাণেরই শাহযাদা, গুনাহগার কে নিন নূরী করমে
ভরে যাক নূরে সবই, সরকার দিন নূর ছড়িয়ে॥
যার এই জাহান আঁধার, তার ওই জাহানও আঁধার
কলব হলনা জিন্দা, তাই দু’নয়নে আঁধার
ওহে আওলাদে রসূল দিন নূর ছড়িয়ে
ভরে যাক নূরে সবই, সরকার দিন নূর ছড়িয়ে॥
মোর ঘর আক্বার দরগাহ, নেই জগতে ঘর কোন
আক্বা দিন ঠাই ক্বদমে, নেই জগতে দরদী কেহ
শাফিয়ে ম্যাহশার, মাটির ঘরে দিন নূর ছড়িয়ে
ভরে যাক নূরে সবই, সরকার দিন নূর ছড়িয়ে॥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন