রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

হে কুবরা আম্মাজী


 হে কুবরা আম্মাজী
-মুহম্মদ সাইয়্যিদুজ্জামান।

হে কুবরা জননী, নূরে মাদানী
তব বিনে মমতার, কেহ নাহি,
হে নূরে খাদিজা আপনি বিহীন
অভাগা মোদের আর কেহ নাহি।

যতই থাকি দৃষ্টির বাহিরে
নেক নজরে সদা মিশে রহি,
দোজাহানের আম্মাজী তব বিহীন
রহম নজরানার কেহ নাহি।

হয়ে বেকারার দাঁড়ায়ে দ্বারে
ভিক্ষার ঝুলি পেতে রহি,
হে ছখিয়ে আযিমা আপনি বিহীন
তোহফায়ে নববী কেহ নাহি।

মম পানে তব নেক নজর হলে
মাগফিরাতের দরজা যায় খুলি,
হে কুবরা শাফিয়া তব বিনে
হাশরের উছিলা কেহ নাহি।

বড়ই মুসিবত লয়ে আম্মা
কেঁদে কেঁদে মনের আরজি কহি,
স্নেহময়ী আম্মাজী তব বিনে
মেহেরবানীওয়ালী কেহ নাহি।

দয়ার আদরের পরশ পেয়ে
শুকরিয়ায় সদা ডুবে রহি,
নকশায়ে মামদূহজী আপনি বিনে
হাবীবা ইলাহী কেহ নাহি।

কদমে রাখুন এমনতর
দোহজাহানের তব সোহবতী চাহি,
কাওনাইনের মাঝে আপনি বিহীন
সাইয়্যিদা রাহবার কেহ নাহি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন