সোমবার, ২৭ ডিসেম্বর, ২০১০

উজ্বালা দুনিয়া শাহজাদার নূরে


উজ্বালা দুনিয়া শাহজাদার নূরে
উজ্বালা দুনিয়া শাহজাদার নূরে
ফায়িজ সাকিনা দিন সিনা ভরে

নূরুন আলা নূর শাহজাদা জাহানে
কায়িনাতে জানে সবাই মানে,
দিন তব করম নিন আপন করে।

তাকাব্বুর রিয়া সব হতে চাই পানাহ
কবুল করুন ঊসয়াতুন হাসানা
চাই তব নজর নিন আপন করে।

শরাফত আদব ইখলাছ দিন মোরে
অক্ষম আমি রাখুন নজরে
দিন তব করম নিন আপন করে।

শাহজাদা আক্বা খাইরুল ওয়ারা
জাহান মাঝে ওলী সেরা
আমায় দিন ফায়িজ নিন আপন করে।

ইহসান করুন নখশায়ে মুস্তফা
পালন করিব তব ওযীফা
ঠাই দিন কদমে রাখুন নজরে।

পড়ি শাহজাদার নাম


পড়ি শাহজাদার নাম
কোটি মুসিবত যায় চলে
তব নামে দুরূদ পড়লে
শাহজাদার নাম যবাবে জপলে
পাব মুক্তি পরকালে।

তব সানা পড়ি অধমে
তব তারিফ আরশে আজিমে
শাহজাদার নাম উঁচু রয়
আসো সবে তাঁহার খানকায়।

মুরীদ-মুরীদান আশিক-আশিকান
সবে পড় শাহজাদার শান,
আক্বা শাহজাদা নূরে মদীনা
শাহজাদার নামে ঝড়ে সাকীনা।

দিলের তৃষ্ণা মোরা মিটাই
আক্বার নাম পড়ি সদাই,
খুশি হয়ে তব নাম পড়ে
শাহজাদার যিকির সবে করে।

মোর কিসমত জাগায়ে দিন
তব নাম পড়ি রাত-দিন
তব আগমন ফিৎনার ধরাতে
আসেন আক্বা সুন্নাহ জাগাতে।

শাহজাদা ক্বিবলা তামাম আলমে নববী নূর চমকান



শাহজাদা ক্বিবলা তামাম
আলমে নববী নূর চমকান

শাহজাদা ক্বিবলা তামাম আলমে নববী নূর চমকান,
শাহজাদার তাশরীফে জানাই আহলান-সাহলান,
শাহজাদা নূরে আলোয়ান,
দেন ফায়িজ অনির্বান।

নূরী শাহজাদার নূরে নূরানী দুনিয়া,
শাহজাদার নেক ফায়েজে, সালিক ইতমিনান।

তব তাজদীদে মুখরিত হয় সারা জাহান,
তব করমে মোর নছীব হল ঈমান।

সালিক মুরীদান সবে চাও শাহজাদার করম
শাহজাদার খিদমতে দাও মাল ও জান।

বুঝিতে যে পারিনা তব মহাশান,
তব দিয়েছেন ইলাহী নিয়ামত অফুরান।

আক্বা মুসলিম তরে দ্বীনের বানী পৌঁছান,
সেই বাণী পেয়ে সকলের যাই পেরেশান।

আল হাসানী ওয়াল হুসাইনী মামদূহ মাদানী।


আক্বা আল হাসানী
আল হাসানী ওয়াল হুসাইনী মামদূহ মাদানী।

কায়িনাতে আক্বা মহান
নবীজির নূর ছড়ান,
হক্ব প্রতিষ্ঠা করে আক্বা জুলমত মিটান।
আক্বা সুন্নাহ জাগান
জাহানে রহমত বর্ষান,
সালিক সালিকা আক্বার নূরে নূরানী।

মামদূহ খিলাফতি নিশান
সারা আলমে উড়ান,
উলামায়েছূবিদয়াতীদেরকে তাড়ান
নছীব চমকে তার
যে দিওয়ানা আক্বার,
আউলিয়া সুলতান আক্বা জাহিরী বাতিনী।

ভাগে যে জাহেলিয়াত
আক্বার রোবে বাতিল নিপাত
হক্ব পেতে আস মুমিনীন-মুমিনাত
হাদীয়ে আলম আক্বা
দিন মোরে তব সদকা
আক্বা দুআলমে মাহবুবে সুবহানী।

আসি আমি বারেবারে
মামদূহ আক্বার দরবারে
আক্বার দারে চাই যে থাকিবারে
রাখুন তব নজরে
আবাদুল আবাদের তরে
মুজাদ্দিদ হক্ব আক্বা কুতুবে রব্বানী।

মামদূহতে আছে যে ইলাহী রাজি


মামদূহজী মামদূহজী মামদূহজী মামদূহজী
মামদূহতে আছে যে ইলাহী রাজি
এসেছেন ধরায় আক্বা, মোদের করতে নাজি।

মদীনায় উজ্জ্বল মোর আক্বা মামদূহজী
রাসূলে আলা মামদূহকে রাখেন সুন্নাতে সাজি।

রহমত সাকিনা দিয়েছেন আক্বাকে নবীজি,
সেই সাকিনা পাই মোরা ,যিকিরে মামদূহজী।

আক্বার তরে সলাত সালাম পড় আজি,
হও ফানা মুর্শিদ ইশকে, ডাক মামদূহজী।

ছিলাম মোরা মামদূহহীন অন্ধকারে ডুবি,
পথের দিশা পেলাম মামদূহতে খুঁজি।

আদনা অধম আক্বার কদম চুমে করি আর্জি
সাক্ষাত চাই নিদানে মালিক তব মর্জি।

ফিৎনা মিটায়ে দ্বীন উজ্জালা করেন আক্বাজী
মুজাহিদ মুরীদান তামাম উঠেছে গর্জি।

আম্মাজীর তরে জানাই ফরিয়াদ


আম্মাজী আম্মাজী আম্মাজী আম্মাজী
আম্মাজীর তরে জানাই ফরিয়াদ
বানান আশিকা আবাদুল আবাদ
বলি মোরা সকলে সালিকা
তাহলে হব আম্মাজীর রঙ্গে রঙ্গিনী।

আম্মাজী ক্বিবলা শ্রেষ্ঠা জানি
মুজাদ্দিদ আযমের পাক সঙ্গীনি
আম্মাজী হলেন স্বয়ং রহমানী
ইলাহী থেকে রহেন না জুদায়ী।

যেমন করতে হয় মুহব্বত
তেমনটি পারিনা করতে মুহব্বত
দিন মুহব্বত আম্মাজী ক্বিবলা
পেলে মুহব্বত হব নাজী।

থাকতে চাই আম্মাজী তব তরে
যাবো কোথায় ছেড়ে আপনারে
রাখুন মোরে আপনার নজরে
পেলে নজর মোরা হব গণী।

আম্মা ক্বিবলা সাইয়্যিদাতুন নিসা
রহেন পাক ইলাহীর দিদারে সদা
কায় মাকামে আম্মা দিলেন যে দিসা
খায়ের বরকতে থাকেন আম্মা জয়ী।

শাহজাদা শাহজাদা যিকির


শাহজাদা শাহজাদা যিকির

শাহজাদা শাহজাদা যিকির আমার দিলে যাচে,
শাহজাদা বীনে অধম, নাহি আর যে বাঁচে। ঐ

খোশ আমদেদ জানাই ,শাহজাদা সুলতানকে,
শাহজাদার দয়া ইহসানে, গোলামে মাগিছে। ঐ

ইসলামের জয়ী বীর হলেন নূরী শাহজাদা
করবেন ইসলাম জারি ॥ সারা মুসলিম মাঝে। ঐ

কঠিন সময় যখন অধম থাকিবে হাশর-পুলছিরাতে
পুলসিরাতে পার করিবেন অধমে শাহজাদা চোখের পলকে
পুলছিরাতে পার করে অধমে রাখবনে শাহজাদা জান্নাতে
জান্নাতেও রইতে চাই অধমে শাহজাদার নূরী ছোহবতে
শাহজাদার পরশ পেয়ে রবো নিশ্চিন্তায় মুক্তিতে
দিলের আশা হবে পূরণ শাহজাদাকে পেলে।

শাহজাদাজী থাকেন সদা রাসূল পাকের সুন্নাহতে
নূরী শাহজাদা রহেন ইলমে তরিক্বত-মারিফাতে
অধম চাহি শাহজাদার ইশকে মারিফাতে থাকিতে
কবুল দিলের বাসনা রাখুন তব মত ও পথে
শাহজাদা যদি রাখেন মোরে ,তাহার আদেশ নির্দেশে
ধন্য হবো জীবন-মরণে তাহা পালন করে।

নূরে আযম শাহজাদা নববীর জাত ছিফতে,
আধার দূর করে থাকেন ,ইসলামী সাজে।

আক্বাজী রাখুন তব ক্বদমে


আক্বাজী রাখুন তব ক্বদমে,
নিছবত দিন গোলামে॥

হাজির অধম আমি তব দ্বারে
রাখুন তব ক্বদমে,
দুঃখি আমি করম দিন মোরে
তব যিকির করি দমে দমে,
কিছু চাহিনা চাহি তব রেজা
রাখুন তব রহমে। ঐ

শ্রেষ্ঠ আউলিয়া আক্বা আমার
তব নূরের ঝিলিক আসমানে,
যাবনা আকা আপনায় ছেড়ে
রইব তব আদশে মেনে
রুজু আমি তব দ্বারে
কবুল করুন এই অধমে। ঐ

হাজার ওলীর সেরা ওলী আক্বা
আসেন মুজাদ্দিদ হয়ে,
যামানা তব নূরে ভরপুর
বাতিল পালায় যে ভয়ে,
অধম সালিক কহি কেঁদে
রাখুন তব করমে। ঐ

সানা-ছিফত করলে তব
রহমত বর্ষে যমীনে
দুরূদ পড়ে সৃষ্টি কুল
সবে আপনায় পেতে ব্যাকুল,
মকবুল আপনি যে ইলাহী
ক্বদমে রাখুন গোলামে। ঐ

শুধুই চাইহি অধম আক্বার নজর করম,


শুধুই চাইহি অধম আক্বার নজর করম,
ইয়া মুর্শিদ ক্বিবলা,
মোরে রহমতি ফায়িজ দিয়ে,
করুন হাক্বীক্বী ইছলাহ ॥

রয়েছি আদব ইখলাস হীন,
পুরো দিশেহারা,
তাসাউফের দিক্ষায় চাইছি মোরা,
ইয়া হাদিয়াল্লাহ ॥ ঐ

আঁধারি দিলখানা ওগো আক্বা,
করে দিন উজ্বালা,
অধমের আপনি হলেন সহায়,
ইয়া নায়িবাল্লাহ্ ॥ ঐ

অন্তরে জ্বলিছে ইয়া আক্বা,
হরদম ইশকের জ্বালা,
 দায়া মায়া দান করুন মোরে
ইয়া মাহবুল্লাহ ॥ ঐ

মামদূহর রহমতে ঘেরা অধম,
 পেতে উতলা,
কবুল করুন হে মুজাদ্দিদ সেরা,
ইয়া রহমত ওয়ালা ॥ ঐ

মামদূহজীর নূরানী নামে


মামদূহজীর নূরানী নামে
নবীজির খুশবু ঝড়ে,
জিন্দাবাদ মুর্শিদ ক্বিবলাহ্
আক্বাজী শ্রেষ্ঠ উসিলাহ্ ॥

মামদূজীর নূরানী নূরে
ভাগে শয়তান যে মরে,
জীন ইনসান তব স্মরে,
তব জাতেই উজ্বালা ॥ ঐ

আক্বার তারিফ করি মোরা
দুনিয়ায় তব শান সেরা,
পড়ি মাহফিলে ক্বাছিদা
আক্বাজী হলেন নূরীউল্লাহ॥

ফিরিস্তা তব যিকিরে,
রয় রাত দিন ফিকিরে,
মোরা তো তব নাম পড়ি,
পড়েই হব ফানাফিল্লাহ ॥

মুশকিল আসান তব নামে,
গোলামী করি অধমে,
রহি যে তব কদমে,
মিটিয়ে দিন গুনাহ ॥

দিলে দিন তব মুহব্বত,
চাহি তব নূরি মত,
তব ইশকে হউক মউত,
আপনি নায়েবে রাসূলিনা ॥ ঐ

মা খাদিজার কায়মোকাম


মা খাদিজার কায়মোকাম
আম্মাজীকে জানাই ছালাম

সাইয়্যিদী নূরী বংশে- আসেন বাতিল বিনাশে,
থাকবো আম্মাজীর পরশে- তিনিই জাগান ইসলাম।

ভয় আসে মোর জীবনে- থাকিনা আম্মাজীর স্মরণে,
করম দিন দোজাহানে- তবেই হব সফলকাম।

আশায় থাকি প্রতিক্ষণ- আম্মাজীর দয়া পাব কখন,
আম্মাজী করুন আপন- রয়েছি আশিকান তামাম।

জাহানে আছি যতদিন -রইবো আম্মাজীর আশিকীন,
মাদানী ফায়েজ সাকিনা- আম্মাজীতে খুজে পেলাম।

নিছবত ছোহবত চাই জগতে- দয়া দিন হায়াত-মউতে
আম্মাজী বিহীন চাইনা থাকতে- শ্রেষ্ঠা আম্মাজীর মাক্বাম।

যিকিরে মামদূজী করতে করতে যাব জান্নাতে


যিকিরে মামদূজী করতে
করতে যাব জান্নাতে

যিকিরে মামদূজী করতে করতে যাব জান্নাতে
ত্বরাবেন মামদূহ আক্বা যে ,হাশর পুলসিরাতে,

জানি রাসূল ইলাহি আছে মামদূহর ছোহবতে
মামদূহ নামের ঝান্ডা নিয়ে,উড়াবো জগতে ॥

আলীশান রয় আপনার শান, আপনি রহমতে জাহান,
মোরা আপনারই আশিকান, রাখছেন দয়াতে,

মোরা আপনারই মুহিব্বিন, আপনারই ইশকে বিলীন,
আক্বা তব শানে দূরুদ পড়ে,রহি ভবেতে ॥

তব বিরোধীদের মারতে, রইবো তাদের সাজা দিতে,
মোরা তাদের নিশ্চিন্ন করতে,রহিবে মোরা অটল,

ইস্তিকামত আপনার মতে, রইবো তব পথে
মালিক রাখুন তব নিসবতে, তব মুহব্বতে ॥

নাহি ভর নাহি পেরেশান, মোরা তব মুরিদান
পেলাম আসন হয়ে মুহিব্বান, তব করুনাতে,

আক্বাজী মুজাদ্দিদ যামানার


আক্বাজী মুজাদ্দিদ যামানার
নূরে নূরে ভরে যায়
আজ সারা দুনিয়ায়
তাঁর তাজদীদী ছায়ায়
তিনি মুজতাহিদ ধরার।

মারহাবা বলো মারহাবা
দিওয়ানা বলো মারহাবা।

গাউছে আযম মারহাবা
ইসমে আযম মারহাবা
নূরে আযম মারহাবা
ফারূক্বে আযম মারহাবা।

তিনি যে মহান ওলী এই জাহানে
মোদের তরে বয়ান করেন নূরানী জবানে
তাঁর বয়ান শুনে মুক্তি পায় সকল গুনাহগার।

তাঁর তাজদীদের আওয়াজ সারা বিশ্বময়
তাঁর তাজদীদের রোবে বাতিলরা পাচ্ছে ভয়
তিনিই ক্বিবলা কাবা মুর্শিদ আমার সবার।

শুকরিয়া করি মোরা মামদূহকে পেয়ে
সুন্নাহর প্রচার করি মোরা যে নির্ভয়ে
দোজাহানে চাহি মোরা মামদূহজীর দিদার।

রহমত বর্ষে প্রবল ধরায় মামদূহজীর খানকায়
সেই রহমত পেতে আসো মুমিন সবাই
নূর নবীজীর মকবুল মামদূহজীর দরবার।

আউলিয়া সুলতান আক্বা মর্যাদা উচ্চ আসনে
রইতে চাহি আক্বার দ্বারে জীবন মরণে
ফরিয়াদ কবুল করুন হে ওলীয়ে সর্দার।

পেতে সকলে নাজাত হও মামদূহজীর বাইয়াত


পেতে সকলে নাজাত হও মামদূহজীর বাইয়াত
খুশি জান্নাত ও আরশে
মোর মামদূহজীর তাশরীফে
ক্বলব ইছলাহ তাঁর ফায়িযেই
তাঁর নজরে কামালিয়াত।

তিনি যে মাহিউল বিদয়াত
করেন বাতিল উৎখাত
রসূলী রেযা নিতে আসো
তিনি খাজিনাতুর রহমাত।

তাঁর যিকিরে কাটাও রাত
পড় তাঁর শানে না
হক্ব প্রচার করতে আক্বা
গঠন করেন সুন্নী জামায়াত।

করলে মামদূহজীর ইতায়াত
পাবে শ্রেষ্ঠ জান্নাত
মামদূহজীর শ্রেষ্ঠ তাজদীদ
আল ইহসান, আল বাইয়্যিনাত।