রবিবার, ১৬ অক্টোবর, ২০১১

ইয়া মামদূহ ইয়া আক্বাজান




আমার এই ছোট জীবনে-পাইনি আপন মামদূহ বীনে
মামদূহ মালিক ও মাওলা-করুন মোরে ওলীআল্লাহ
ইয়া মামদূহ॥
ছেড়েছি সকল আপনজন- মামদুহর গোলামীতে কাটাব জীবন
গোলামীতে হোক মরণ- করছি যে মরণপন
ইয়া মামদূহ॥

আরজি করি অধম কাঙ্গাল- গোলাম হয়ে থাকবো চিরকাল 
গোলামে মামদূহ আহাল- হয়ে হব উজ্বাল
ইয়া মামদূহ॥

হামেশা ভয় আসে অন্তরে-রাখুন মামদূহ মোরে নজরে
অধম এই গুনাহগারে- ডাকি মামদূহ বারেবারে
ইয়া মামদূহ॥

দুনিয়ায় থাকি যখন পেরেশান- মামদূহ কাছীদাতে পাই পরিত্রান
হে আমার প্রাণের প্রাণ- করুন মোরে ইহসান
ইয়া মামদূহ॥


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন