সোমবার, ৩ অক্টোবর, ২০১১

দিন রজনী কাটে আমার যেন মামদূহজীর গোলামীতে



দিন রজনী কাটে আমার 
যেন মামদূহজীর গোলামীতে
গোলামে আহালে বাইত
লিখে দিন বরাতে॥

হবোই আমি সফলকাম
হয়ে আহাল পাকের গোলাম
আমার নসীব উজ্বালা
যদি রাখেন নিসবতে॥

বিরহ বেদনা বাড়ে
যদি না দেখি আপনারে
রইছি অধম বহুদুরে
নজরের চাহনি দিন সিনাতে॥

হাদীয়া দিয়েছি এ জীবন 
গোলামীতেই হোক মরণ
কহি দিলের ই কথা 
রাখুন খানকার সোহবতে॥

কত কথা কত সূরে
হৃদে গুন গুন করে
জানেন কি চাহে অন্তরে
কি লিখবো আর বর্নণাতে॥

নেইতো আপনার অজানা
এই সালিক আপনাতে দিওয়ানা
শুধুই গোলামীর প্রার্থনা
আরজু এই ক্বাছীদাতে॥ 
০৪-১০-১৪৩২ হিজরী 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন