সোমবার, ১৭ অক্টোবর, ২০১১

হে প্রাণের ই আক্বাজান,মোরে তব রঙে রাঙান



হে প্রাণের ই আক্বাজান! মোরে তব রঙে রাঙান
সুন্নতী সাজে সাজান, হে মালিকে দোজাহান ॥

গভীর স্তব্ধ রজনীতে, কাঁদি তব সাকিনা নিতে
আছি দু হাত পেতে, মোরে তব ফায়িজ পিলান। ঐ

সৃষ্টি জগতে মাখলুক যত, মামদূর ক্বদমে নত
রয় তাঁহার যিকিরে রত, তিনিই কাইয়্যুমুয্ যামান

দুঃখ বেদনা মনেভরা, রই তব দুয়ারে মোরা
দয়া দিন সুলতানুন্ নাসিরা, হে খাইরে কাছিরান! ঐ

ধরাতে কেউ নেই আপন, তব ক্বদমে রাখুন সারাক্ষন
তব ক্বদমে মোর জীবন, হে আউলিয়া সুলতান!

মালিক গো তব নূরে, সারা আলম উজ্বালা করে
রহম দিন হৃদয়ে ভরে, হে গাউসে দোজাহান! ঐ

কঠিন মীযান পুলসিরাতে, ওগো মামদূহ রাখবেন দয়াতে
সুপারিশ করবেন আখিরাতে, হে মুজাদ্দিদ যামান।

রইছি তব দরজায়, তব দয়া পাবারই আশায়
রাখুন তব করুনায় , হে দয়ালু আক্বাজান! ঐ

মামদূহ আহালের উসীলায়, আছি বেঁচে এ ধরায়
রইবো তাঁদেরই মায়ায়, হে মামদূহ আক্বা মহান! ঐ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন