সোমবার, ১২ মার্চ, ২০১২

সালাম সালাম সালাম সালাম সালাম সালাম সালাম সালাম শাহজাদী ছানীকে দেই সালাম


হন সালিক সালিকার শাহী রহম
ইয়া শাহজাদী ছানী হাছীবা

খোদারী করমে শাহজাদী হন মাদানী দিলরুবা
সাইয়্যিদী নছবে শাহজাদী ইলাহী হাবীবা

খোদারী ফজলে পেয়েছি মোরা শাহজাদী রাহনুমা
মোদের দো জাহানের সাহারা শাহজাদী মাছুমা

আপনও পরশে দেন শাহজাদী রহমতী রুতবা
সর্বদা দেন ফয়েজী দরিয়া শাহজাদী নাকিবা

সুন্নি শানে হন আলীশান শাহজাদী সিদ্দিকা
আপনি নায়েবে মুযাদ্দিদ ইয়া শাহী সুলতানা

রহেন শাহজাদী ছানী দায়েম কায়েম শরয়ী ইক্তেদায়
জাহির বাতিন তিনি ইসতিক্বাম সুন্নাহ কামনায়

কবরে ফেরেশতার সুওয়ালে বলবে সালিকা
আজীবন ছিলাম গোলামে শাহজাদীয়ে মালিকা

শাহজাদী ছানীর উসিলায় হও ক্বুরবান মুর্শিদ পর
কামিয়াব সে হবে যে গোলাম শাহজাদী ছানীর

মুহম্মদ হাফিজুর রহমান খান

শাহজাদী সানী নুর আইনী



শাহজাদী শাহজাদী ....
শাহজাদী সানী নূর আইনী

শাহজাদীর সানীর তাশরীফে
জানাই সবে খোশ আমদেদ
ইয়া শাহজাদীয়ে সানী
পড়ি তব নাত বাণী ॥ঐ

এমন আহালে আসিলেন
যেথায় মুজাদ্দিদ পিতা
পিতাজীর নূরে নূরানী
নূরী শাহজাদী সানী ॥ঐ

শাহজাদীর নূরী মা মনি
মুসলিমাদের পথ দিশারী
আম্মাজীর তাজদীদী সফরে
সঙ্গীও শাহজাদী সানী ॥ঐ

সাইয়্যিদা শাহজাদী রহেন
রহেন সাথে শাহজাদাজান
নূরী আহালের মধ্য মনি
নূরানী শাহজাদী সানী ॥ঐ

তব মহাশানে মুনজির
কি বলিব ভেবে অস্থির
তবুও শান বলি অধম
ইয়া শাহজাদীয়ে সানী ॥ঐ

মুনজির মুহম্মদ গিয়াসুদ্দিন

ছানী শাহজাদীর আগমন


ছানী শাহজাদীর আগমন সারা ভূবনে আলোড়ন
মোদের অন্তরে আপনি সদা করেন বিচরন
শয়নে স্বপনে রয়েছেন অন্তরে॥

জাহির-বাতিনের ঝান্ডা নিয়ে আগুয়ান
শরীয়তি খাছ পর্দা নিয়ে হন চলমান
আহলে বায়েত-এর গোলাম বানান চিরতরে॥

তব নূরে নূরময় হলো বিশ্বময়
সারা জাহান পথ দেখান আপনি হন রহমতময়
মোদেরকে রাখুন তব নূরানী আদরে॥

আপনি মুর্শিদ ক্বিবলার জান, আম্মা হুযুর ক্বিবলার প্রাণ
শাহজাদীর অন্তর ধ্বনি, শাহজাদার পরশমনি
মোদেরকে কবুল করুন তব গোলামী তরে॥

রহেন আপনি সর্বদা মাখলুকে দয়া দানে
অধম তব দয়া চাই ক্ষমা করুন শাহজাদী
অধমকে রাখুন রহমতময় নজরে॥

তব শান আরশে-আযীমে হয় ফরমান
নক্বশায়ে ফাতিমা আপনি হৃদয়ে হৃদয়বান
জারী করেন সুন্নতী শান বিশ্ব জুড়ে॥

মুহম্মদ মুফিজুর রহমান ইতালী

ছানী শাহজাদীর আগমন


ছানী শাহজাদীর আগমন সারা ভূবনে আলোড়ন
মোদের অন্তরে আপনি সদা করেন বিচরন
শয়নে স্বপনে রয়েছেন অন্তরে॥

জাহির-বাতিনের ঝান্ডা নিয়ে আগুয়ান
শরীয়তি খাছ পর্দা নিয়ে হন চলমান
আহলে বায়েত-এর গোলাম বানান চিরতরে॥

তব নূরে নূরময় হলো বিশ্বময়
সারা জাহান পথ দেখান আপনি হন রহমতময়
মোদেরকে রাখুন তব নূরানী আদরে॥

আপনি মুর্শিদ ক্বিবলার জান, আম্মা হুযুর ক্বিবলার প্রাণ
শাহজাদীর অন্তর ধ্বনি, শাহজাদার পরশমনি
মোদেরকে কবুল করুন তব গোলামী তরে॥

রহেন আপনি সর্বদা মাখলুকে দয়া দানে
অধম তব দয়া চাই ক্ষমা করুন শাহজাদী
অধমকে রাখুন রহমতময় নজরে॥

তব শান আরশে-আযীমে হয় ফরমান
নক্বশায়ে ফাতিমা আপনি হৃদয়ে হৃদয়বান
জারী করেন সুন্নতী শান বিশ্ব জুড়ে॥

মুহম্মদ মুফিজুর রহমান ইতালী

আওয়ামুন নিসার মুক্তির ধ্বনি -বিশ্বকবি আল্লামা মুহম্মদ মুফাজ্জলুর রহমান।



আওয়ামুন নিসার মুক্তির ধ্বনি
রহমতে মাওলার হাবীবা নূরানী
শাহযাদী ছানী।

তাছাউফী মণিহার শরীয়তী আতহার
আউলিয়া মহলে রহিছেন খ্যাতিয়ার
উরুজ নুযুলে বীরাঙ্গনা তিনি
শাহযাদী ছানী।

মহীয়সী আওরাত জিন্দেগী বারাকাত
মহামতি মাকামাত হাছিলে দীনিয়াত।
আশিকায়ে আলিয়া মেহেরবানী
শাহযাদী ছানী।

আনোয়ারে সাইয়্যিদা সুন্নতী শাহিদা
মনোয়ারে মাওলা লালায়ে ওয়াহিদা
নাজমুনে শুরাইয়া ওয়ারিছে রব্বানী
শাহযাদী ছানী।

মুজাদ্দিদ আযমের জামিউল আলকাব
আম্মা হুযূরের ইহসানী আসবাব
তিনি তাজদীদী তবারুক উইজদানী
শাহযাদী ছানী।

নূরানী রওশন, আহালী কিরণ নূরানী রওশন, আহালী কিরণ মুহম্মদ হাফিজুর রহমান খান


 শাহযাদী ছানীর মুবারক তাশরীফ
কহি আপনার মহান শানে তারীফ।

হাসি-খুশিতে আশিক তামাম
জানাই সালাম মোরা গোলাম।

ধরণীতে ঈদ আপনার আগমনে,
তাকবীর দেয় সব জনে জনে,
কায়িনাতে হয় আপনার সুনাম।

আনন্দে ছড়ায় আলোর ঝিলমিল
চমকায় ইশকে সকলের দিল
আলমে হয় বিলাদতী পয়গাম।
সালিক-সালিকা সাজায় মাহফিল,
সানাতে হুর-মালায়িক শামিল,

পড়ে সকলে শাহযাদীর নাম।
মামদূহ আহালের উজ্জ্বল তারকা,
আহালী রেযার উত্তম মওকা,
মোদের তরে জান্নাতী ইনাম।

ইলাহী রওনক নববী হুমায়রা,
উম্মুল মুমিনীনগণের পেয়ারা,
আহলে বাইতের শাহী কারাম।

তাওফীক দিন আপনার শান লিখার/পড়ার,
কাছিদায় ক্ষমা চাহি বারবার,
আপনার দানে সুখেরই আঞ্জাম।

শনিবার, ১০ মার্চ, ২০১২

মামদূহজীর ইহসানী নিয়ামত শাহজাদী ছানী -মুহম্মদ মুহিউদ্দীন


মোদের করলেন ইহসান মামদূহজী মাদানী
দিয়ে ইলাহী নাজ শাহজাদীয়ে ছানী
তাশরিফী নূরে উজাল তামাম ধরণী
সালিক-সালিকাদের জীবন করলেন রওশনী ॥
* দেখ আম্মাজীর বাগে
সাজ সাজ কলরবে
আসেন শাহজাদী ছানী
নিয়ে রহমত খনি
তাশরিফী নূরে উজাল তামাম ধরণী।

* আপনি ইলাহী বুলবুল
সাইয়্যিদা মক্ববুল
সালিক-সালিকারা জানায়
কুল কায়িনাতে হয়
আহলান-সাহলান ধ্বনি 
তাশরিফী নূরে উজাল তামাম ধরণী।

* হে নবী পাক-এর দুলাল
আহলে বাইতের হিলাল
আশিকদের একটাই চাওয়া
দয়ার নজর খানি
সালিক-সালিকাদের জীবন করলেন রওশনী।

* ইলাহী নাজে ভরপুর
বাতিল করেন চুর
হাবীবী সুন্নাহ রঙে
উম্মাহকে সাজান আপনি 
তাশরিফী নূরে উজাল তামাম ধরণী।
* বীর দর্পে তাড়ান
ইবলিসি ছামান
ইলাহী শমসির হে
হাবীবী ধনে গনী
তাশরিফী নূরে উজাল তামাম ধরণী।

* উম্মুল খায়ের শাহজাদী
রেজার তরে কাঁদি
গোলামীতে অনন্ত
রেখে করেন নূরানী 
সালিক-সালিকাদের জীবন করলেন রওশনী।

* আশিক-আশিকা যারা
নজরে করেন সেরা
ঋণের শোধ হবেনা
হে সেরা ইহসানী 
তাশরিফী নূরে উজাল তামাম ধরণী।

শুক্রবার, ৯ মার্চ, ২০১২

মন যে আমার উতালা হলো থেকে দুর দেশে




মন যে আমার উতালা হলো থেকে দুর দেশে

খোদার হাবীব জিন্দা আছেন মদীনায় বসে।

আমি গরীব দুর্বল কাঁদছি ঘরে বসে দিবাযামি
ধরার বুকে নইকো দামী, বন্যাতে যাই ভেসে।

নেইকো আমার অর্থ সম্বল, নবীর প্রেমে করি কলরোল
ঐ ঢেউয়ে পাঠাচ্ছি, সালাম নবীর দেশে।

যদি হেথা যেতাম আমি, শুকর জানাতাম কেবল আমি
বলতাম তো হৃদয়ের জ্বালা, রওজা পাকের ধুলি খেতাম চুষে।

রওজা পাকের উঠানে গিয়ে, ঝাড়– দিতাম দাড়ি দিয়ে
ঐ ধুলাকে সুরমা করে, রাখতাম চোখে ঘষে।

গিলাফ ধরতাম রওজা পাকের, নূরানী চেহারা নবী পাকের
আমি মুহব্বতে দেখতাম যে, থাকতাম নবীর দেশে।

-
বিশ্বকবি আল্লামা মুহম্মদ মুফাজ্জলুর রহমান

মামদূহর প্রশংসা করেন ইলাহী -গোলাম মুহম্মদ মাছুমুর রহমান।



ছল্লাল্লাহু আলাইকা ইয়া মুর্শিদ ক্বিবলা
ওয়া সাল্লাম আলাইকা ইয়া আহলে ক্বিবলা

মামদূহর প্রশংসা করেন ইলাহী-রসূল ছুবহান
হাবীবী নূরে গড়েন খোদা (পাক) পাঞ্জাতন শান
রসূল পরান মুজাদ্দিদ মুকুট-খিরকা করেন দান
নববী শানে মুর্শিদ মহীয়ান শুধু রসূল নন।

কায়িনাতে মামদূহ-ই মূল মুজাদ্দিদ সুলতান
ইলাহী দেন; বাটেন রসূল-আক্বাজীও বিলান
ছমাদ, রাজ্জাক, ক্বদরে মত্বলক- আক্বার শাহী শান
রিযিক-দৌলত, বৃষ্টি-রহমত বর্ষেণ পাঞ্জাতন।

আম্মাজী হন জগতে মহান- মুজাদ্দিদ শান
মু’মিনায় দেন মা’রিফাত- মুর্শিদজীর ইহসান
জ্ঞান সম্রাজ্ঞী শাহজাদী উলা ছিদ্দীক্বার সম্মান
শাহজাদী ছানীর যোহরায়ী শান- আম্মাজীর আসন।

মুজাদ্দিদ ছানী শাহজাদাজান- নববী রায়হান
মুর্শিদ শানে খলীফা হন- কায়িনাত সুলতান।
পাঞ্জাতন নিছবতে শাহী শান হুসাইনী মেহমান
শাহ দামাদজী আহাল পাকে (হন) পাঞ্জাতন ভূষণ।

আহলে বাইত শরীফ উনাদের মহা শান - গোলামে মামদূহ মুহম্মদ তহসীনুর রহমান


ক্বিবলা ক্বিবলা ক্বিবলা ক্বিবলা
ছলাতু সালাম জানাই-
 ইয়া আহলে মুজাদ্দিদ

 মামদূহ পাক-এর শাহীশান
আহলে ক্বিবলা আলীশান
 মুস্তফাজীর মহাদান
রব্বী নূরে আলোয়ান ॥

আহলে ক্বিবলা জিন্দাবাদ
আহলে নবী জিন্দাবাদ
আহলে খোদা জিন্দাবাদ ॥
আসেন আসেন আসেন আহলে ক্বিবলাজান ॥

 শাহীশান শাহীশান দেখি-
 জুড়ে যমীন ও আসমান
মামদূহ আহাদে আসীন
 রব্বে রসূলে বিলীন
দোআলমের মালিকীন
 রন আবাদুল আবাদান ॥

মাবুদের মাহবুবী শান
 জননীর মাঝে দেখান
ছিদ্দীক্বার হাবীবী দান
 পেলেন সবই আম্মাজান ॥

ফাতিমাতুয যাহরার শান
আউয়ালে শাহযাদী পান
নূর নবীজীর নূরীয়ান
আহলে বাইতে আপনি জান ॥

মুবারক শাহযাদী ছানী
 রমণীকুলে শিরোমণি
পাঞ্জাতনী শান আপনি
সব জাহানে আলীশান ॥

শাহযাদার শাহী শাসন
 সারা আলম হয় কিরণ
 করান নববী স্মরণ
ইশকে খোদা দায়িমান ॥

 শাহদামাদ হুযূর কুবরা
মুর্শিদ আহালের পেয়ারা
বাবুল ইলমে হন সেরা
কায়িনাতের হন ইহসান ॥

আহলে নবীর ক্বাছীদা
লিখা পাঠের আক্বীদা
আহলে মামদূহজীর নেদা
চাহি পাঠক কাতিবান ॥

রসূলী শানে, মাদানী কাননে গোলাম মুহম্মদ মাছূমুর রহমান



রসূলী শানে, মাদানী কাননে-
মুজাদ্দিদ আসেন, পাঞ্জাতন আসেন ॥
নববী জজবায়, হাবীবী মায়ায়
রসূলী কায়ায় মুজাদ্দিদ আসেন ॥

মুজাদ্দিদগণের মুজাদ্দিদ মুর্শিদ
নববী ইশকে করেন ঈদের ঈদ ॥
ইলাহী ক্ষমায়, হাবীবী মমতায়
উম্মতে সদা ভালবাসেন ॥

আরশ মর্যাদা পায়-ক্বদম পাক ছোঁয়ায়
মুর্শিদ ছোহবতে রসূলী-নিছবত পায় ॥
হাবীব পাক দেন মামদূহজী বিলান
রসূলী রোবে বাতিল নাশেন ॥

সুলুকের রাস্তায় রসূল-খোদা যে চায়
মুর্শিদের পাক ক্বদম-নাও মুকুট বানায় ॥
রসূল পাকের ধন মুর্শিদের ফানায়
নববী ধরায় মুজাদ্দিদ আসেন ॥

মুর্শিদের নজর রহে যার ধরায়
কবর-হাশরে ভয় তাহার কোথায়?
ফেরদৌস পরে হবে তাঁর আসন
নাজাত ও জান্নাত আক্বাজী বাটেন ॥

তব পান ঘাটের ইশকী শারাবান
তহুরা ছদক্বা-পায় যে মরিদান
খোদার মারিফাত- গুপ্ত ধনে
হয় সে মুকাম্মিল আউলিয়া মুহসিন ॥

মুর্শিদ যাঁর হন, সবই তাঁহার হয়
মুর্শিদের দয়ায় তক্বদীরও বদলায় ॥
আহালী ইশকের করমী ছদক্বায়
লুপ্ত মায়ার চাদরে বাঁধেন ॥

শাহী মুনাওওয়ার -বিশ্বকবি আল্লামা মুহম্মদ মুফাজ্জলুর রহমান।



ওই অনন্ত অসীম মহান আল্লাহ তায়ালার
ওই শাহ দামাদ হুযূর হন সেরা উপহার।

ইলহাম ইলক্বায় জীবনী পথে
সুন্নতী মোহনায় রয়েছেন গেঁথে।
আক্বায়ে কুলুবের নূরানী কাঁথে
শাহ দামাদ রন শাহী মুনাওওয়ার।

জজবাহ দানেন- শাহ দামাদ
শৃঙ্খল আনেন- শাহ দামাদ
সচেতন শিখান- শাহ দামাদ
হেলামি টুটান- শাহ দামাদ।
শাহান শাহ মামদূহর তিনি হন দিলওয়ার।

হন তাসাউফী তখতে বীর রুহী
মুহম্মদিয়াল মাশরাবে রন ছহি
ছায়ের ছুলুকেই মুহাক্বিক্ব কহি।
মিছদাকে মুজাদ্দিদ বরহক্কে রহেন খ্যাতিয়ার।

তিনি মরদুদী দস্ত রাখেন কাহিলাস্ত
তাগুতি দর্প করেন না বরদাস্ত।
করেন হক্ব থেকে ঐ নাহক্বকে বরখাস্ত
দীপ্ত জামালী তাজদীদী তেজে রহিছেন সর্দার।

ওই এসে দেখ, হে আওমেরা!
শাহ দামাদজীর নূরী চেহারা।
মামদূহ অবয়ব মিলে পুরা
রহি ছোহবতে তাঁর ক্বামিয়াবে দ্বীনদার। ঐ

মুজাদ্দিদ মুহতারাম -গোলাম আহালে মুর্শিদ মুহম্মদ তহসীনুর রহমান



মামদূহর এমন মাক্বাম
নববী শান সুনাম
যিকরে আরশে আযীম।

আমার মুর্শিদ এমন
নায়েবে নবী যেমন
ক্বসিম দোনো আলম

মুজাদ্দিদ বেমেছাল
হে নবীজীর দুলাল
ইশকে রব্বে রহীম।

খুলকুহুল কুরআন
মামদূহজীর মহাশান
পান মাদানী ইনাম।

মামদূহজীর দারাজাত
হাবীবী পূর্ণ নিয়ামত
কামালতে মাক্বাম।

হে শাহে দুনিয়া
ফখর তব নিয়া
ওলীয়ে মুহতারাম।

হে সুলতানুন্‌ নাছীর
আপনি খইরে কাছীর
তব নামে ইকরাম।

হে ছহিবে তাক্বদীর
দূর করেন মোর অস্থির
দীদারে সুবহোশাম।

গুনাহগারকে ছাফী করেন মামদূহজী -মাওলানা মুহম্মদ নাজমুল হুদা ফরাজী



ইজ্জত আজমতে ওয়ারাউল ওয়ারা মামদূহজী
রহমত বরকতে সবার সেরা মামদূহজী।

মোদেরকে ফায়িয পিলান আক্বাজী
সাদরে আজ দয়া বিলান মামদূহজী।

অধম হয়েও খালি ফিরেনা আশিকে
গুনাহগারকে ছাফী করেন মামদূহজী।

খালি হয়েও পূর্ণ হয় আজ সালিকে
অযোগ্যকে যোগ্য করেন মামদূহজী।

জ্ঞানহীনকে জ্ঞান দিয়ে দেন দয়াতে
অবুঝকেও বুঝিয়ে দেন মামদূহজী।

ইলম আমলে সেরা করেন দাতাজী
নূরী জযবা আদরে দেন মামদূহজী।

পাপী তাপীকে দয়ায় করেন জান্নাতী
দয়া বিলান সদা আজি মামদূহজী।

মামদূহজীর মাক্বাম রয় সর্বোচ্চ আসীন -বিশ্বকবি আল্লামা মুহম্মদ মুফাজ্জলুর রহমান


মামদূহজীর মাক্বাম রয় সর্বোচ্চ আসীন,
মামদূহজীর ছুরত রয় সবচেয়ে হাসীন,
মামদূহজীর ইলিম রয় আজমতে আমীন।

নবী ও রসূলগণ দেন মারহাবা আপনায়
আকাবীরে আউলিয়া দেন তাকবীর আপনায়
রেজালুল গায়িবগণ তব খিদমতের অধীন।

আপনার ছুরত যে কায়িম-মক্বাম আউয়াল,
আপনার আসন রয় মাহমুদীতেই উজ্বাল।
আপনি আর উনি রন নূরেই মুঈন।

ইলমি ছিফতেই আপনি করছেন গুজরান
কুদরতের ইলাহীর জিলে রইছেন গুলশান
আপনি হাবীবী হায়াতেই হলেন ক্বারীবিন।

হই হয়রান ছায়েরে যায় ঊরুজ থেমে
পুঁজি দৃষ্টিই শুধু উহা ঝাপসায় ঘামে
দানেন ছোহবতেই সুলুক বাবে শায়েখীন।

তব জাতেই হেরী জাতে মাওলা আহাদ,
সেই অনন্ত দায়েরায় রহেন জিন্দাবাদ,
সেথা ইশায়াতে রসূলেই আপনার আমিরীন।

হে আম্মাজান! আম্মাজান! -গোলাম মুহম্মদ তহসীনুর রহমান


হে আম্মাজান! আম্মাজান!
মোরা আপনার সন্তান
চাই আপনারই ক্বদমে থাকিবার স্থান।

আম্মাজান আমাদেরকে ত্বরানেওয়ালা
কায়িম-মক্বামে মুজাদ্দিদ আপনি গাউছে আ’লা
রহমতে কামাল আম্মাজী হন দোজাহান।

আম্মাজীর ছোহবতে মিলছে আমাদের ঈমান
উনার ছোহবতে হচ্ছে জাহির-বাতিন ইতমিনান
রসূলী ইহসান আম্মাজান মামদূহজীর অনুদান।

আম্মাজান সালিক-সালিকার হৃদয়ের সামান
মুর্শিদেরই নূরী নিছবত তিনি বিলান
দয়ার দানে মিছদাক হন মুর্শিদ ক্বিবলাজান।

শাহযাদীয়ে উলা উনার শানে মহীয়ান
মুজাদ্দিদ মুর্শিদের আজমতে অফুরান
জানাই উনাকে দিল থেকে আহলান-সাহলান।

শাহযাদী ছানী মুর্শিদের ফায়িজ দানি
সেই ফায়িজে নূরানী হলো ধরণী
পেয়ে উনাকে করছি শুকরিয়া মুরীদান।

শাহযাদা ক্বিবলা মুরীদ-মুরীদার আবদার
উনার দীদারে দূর হচ্ছে সব কিছুর আঁধার
মুর্শিদী করম শাহযাদা আম্মার সেরা দান।

দিবা-নিশি মোরা নেক দৃষ্টি চাই আম্মা
ওই দৃষ্টিতে মিলে নাজাতি জিম্মা
আম্মাজানের নেক দৃষ্টি চাই অধম নাদান।

শানে পাক পাঞ্জাতনের গোলামীর আরমান
চাহি আশিকান তামাম কাছীদায় বয়ান
হতে চাহি আপনাদের ক্বদমে কুরবান।