শুক্রবার, ৯ মার্চ, ২০১২

রসূলী শানে, মাদানী কাননে গোলাম মুহম্মদ মাছূমুর রহমান



রসূলী শানে, মাদানী কাননে-
মুজাদ্দিদ আসেন, পাঞ্জাতন আসেন ॥
নববী জজবায়, হাবীবী মায়ায়
রসূলী কায়ায় মুজাদ্দিদ আসেন ॥

মুজাদ্দিদগণের মুজাদ্দিদ মুর্শিদ
নববী ইশকে করেন ঈদের ঈদ ॥
ইলাহী ক্ষমায়, হাবীবী মমতায়
উম্মতে সদা ভালবাসেন ॥

আরশ মর্যাদা পায়-ক্বদম পাক ছোঁয়ায়
মুর্শিদ ছোহবতে রসূলী-নিছবত পায় ॥
হাবীব পাক দেন মামদূহজী বিলান
রসূলী রোবে বাতিল নাশেন ॥

সুলুকের রাস্তায় রসূল-খোদা যে চায়
মুর্শিদের পাক ক্বদম-নাও মুকুট বানায় ॥
রসূল পাকের ধন মুর্শিদের ফানায়
নববী ধরায় মুজাদ্দিদ আসেন ॥

মুর্শিদের নজর রহে যার ধরায়
কবর-হাশরে ভয় তাহার কোথায়?
ফেরদৌস পরে হবে তাঁর আসন
নাজাত ও জান্নাত আক্বাজী বাটেন ॥

তব পান ঘাটের ইশকী শারাবান
তহুরা ছদক্বা-পায় যে মরিদান
খোদার মারিফাত- গুপ্ত ধনে
হয় সে মুকাম্মিল আউলিয়া মুহসিন ॥

মুর্শিদ যাঁর হন, সবই তাঁহার হয়
মুর্শিদের দয়ায় তক্বদীরও বদলায় ॥
আহালী ইশকের করমী ছদক্বায়
লুপ্ত মায়ার চাদরে বাঁধেন ॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন