শুক্রবার, ৯ মার্চ, ২০১২

শাহী মুনাওওয়ার -বিশ্বকবি আল্লামা মুহম্মদ মুফাজ্জলুর রহমান।



ওই অনন্ত অসীম মহান আল্লাহ তায়ালার
ওই শাহ দামাদ হুযূর হন সেরা উপহার।

ইলহাম ইলক্বায় জীবনী পথে
সুন্নতী মোহনায় রয়েছেন গেঁথে।
আক্বায়ে কুলুবের নূরানী কাঁথে
শাহ দামাদ রন শাহী মুনাওওয়ার।

জজবাহ দানেন- শাহ দামাদ
শৃঙ্খল আনেন- শাহ দামাদ
সচেতন শিখান- শাহ দামাদ
হেলামি টুটান- শাহ দামাদ।
শাহান শাহ মামদূহর তিনি হন দিলওয়ার।

হন তাসাউফী তখতে বীর রুহী
মুহম্মদিয়াল মাশরাবে রন ছহি
ছায়ের ছুলুকেই মুহাক্বিক্ব কহি।
মিছদাকে মুজাদ্দিদ বরহক্কে রহেন খ্যাতিয়ার।

তিনি মরদুদী দস্ত রাখেন কাহিলাস্ত
তাগুতি দর্প করেন না বরদাস্ত।
করেন হক্ব থেকে ঐ নাহক্বকে বরখাস্ত
দীপ্ত জামালী তাজদীদী তেজে রহিছেন সর্দার।

ওই এসে দেখ, হে আওমেরা!
শাহ দামাদজীর নূরী চেহারা।
মামদূহ অবয়ব মিলে পুরা
রহি ছোহবতে তাঁর ক্বামিয়াবে দ্বীনদার। ঐ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন