না’ত শরীফ
মদীনা, মদীনা, মদীনা কতদূর??
কানেতে শুনি ঐ মাদানী সুর।
নবীজি আমার জানের জান
নবীজির তরে হবো কুরবান
দেখিব উনারই নূর।
মদীনার মেছাল কেবল মদীনা
জগতে উহার নেই তুলনা
জায়নামায হলো হলো কুহেতুর।
জীবনে মদীনা মরনে মদীনা
স্বরণ স্বপনে হারাতে চাই না
মদীনা শ্রেষ্ঠ হতে আরশপুর।
কায়েম রাখেন দিলে আমার
হে খোদা নবীজি আপনার
আপনি আমার নয়নেরই নূর।
উনার নামের সুরমা নয়নে লাগাই
উনার নামের তছবীহ জপিছি সদাই
কবুল করুন হে দয়াময়।
-বিশ্বকবি আল্লামা মুহম্মদ মুফাজ্জলুর রহমান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন