শুক্রবার, ৯ মার্চ, ২০১২

হে আম্মাজান! আম্মাজান! -গোলাম মুহম্মদ তহসীনুর রহমান


হে আম্মাজান! আম্মাজান!
মোরা আপনার সন্তান
চাই আপনারই ক্বদমে থাকিবার স্থান।

আম্মাজান আমাদেরকে ত্বরানেওয়ালা
কায়িম-মক্বামে মুজাদ্দিদ আপনি গাউছে আ’লা
রহমতে কামাল আম্মাজী হন দোজাহান।

আম্মাজীর ছোহবতে মিলছে আমাদের ঈমান
উনার ছোহবতে হচ্ছে জাহির-বাতিন ইতমিনান
রসূলী ইহসান আম্মাজান মামদূহজীর অনুদান।

আম্মাজান সালিক-সালিকার হৃদয়ের সামান
মুর্শিদেরই নূরী নিছবত তিনি বিলান
দয়ার দানে মিছদাক হন মুর্শিদ ক্বিবলাজান।

শাহযাদীয়ে উলা উনার শানে মহীয়ান
মুজাদ্দিদ মুর্শিদের আজমতে অফুরান
জানাই উনাকে দিল থেকে আহলান-সাহলান।

শাহযাদী ছানী মুর্শিদের ফায়িজ দানি
সেই ফায়িজে নূরানী হলো ধরণী
পেয়ে উনাকে করছি শুকরিয়া মুরীদান।

শাহযাদা ক্বিবলা মুরীদ-মুরীদার আবদার
উনার দীদারে দূর হচ্ছে সব কিছুর আঁধার
মুর্শিদী করম শাহযাদা আম্মার সেরা দান।

দিবা-নিশি মোরা নেক দৃষ্টি চাই আম্মা
ওই দৃষ্টিতে মিলে নাজাতি জিম্মা
আম্মাজানের নেক দৃষ্টি চাই অধম নাদান।

শানে পাক পাঞ্জাতনের গোলামীর আরমান
চাহি আশিকান তামাম কাছীদায় বয়ান
হতে চাহি আপনাদের ক্বদমে কুরবান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন