যেমন মামদূহ চাহেন
তেমন রেজা দানেন ॥
রেজায়ে রসূল পেতে মামদূহ দ্বারে
রুজু হতে খোদ ইলাহী পাক বলেন ॥
ইয়া মামদূহজী আপনি মালিক আলমে
এ নছীবে কি আছে আপনিই জানেন ॥
কত গাফিল থাকবো এই জনমে
গাফলতি মিটাতে আপনিই পারেন ॥
জিন্দেগী কত গুনাহতে ভরপুর
সব গুনাহকে আপনি দয়ায় মিটালেন ॥
জাহির বাতিল পাক ছাফ রইতে চাই
মামদূহজীর পাক ছাফ করে ইসলাহ করেন ॥
কে আছেন মামদূহ বিনে এই জীবনে
তাই তো মামদূহ ক্বদম পাকে ঠাঁই দিলেন ॥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন