শুক্রবার, ৯ মার্চ, ২০১২

মামদূহজীর মাক্বাম রয় সর্বোচ্চ আসীন -বিশ্বকবি আল্লামা মুহম্মদ মুফাজ্জলুর রহমান


মামদূহজীর মাক্বাম রয় সর্বোচ্চ আসীন,
মামদূহজীর ছুরত রয় সবচেয়ে হাসীন,
মামদূহজীর ইলিম রয় আজমতে আমীন।

নবী ও রসূলগণ দেন মারহাবা আপনায়
আকাবীরে আউলিয়া দেন তাকবীর আপনায়
রেজালুল গায়িবগণ তব খিদমতের অধীন।

আপনার ছুরত যে কায়িম-মক্বাম আউয়াল,
আপনার আসন রয় মাহমুদীতেই উজ্বাল।
আপনি আর উনি রন নূরেই মুঈন।

ইলমি ছিফতেই আপনি করছেন গুজরান
কুদরতের ইলাহীর জিলে রইছেন গুলশান
আপনি হাবীবী হায়াতেই হলেন ক্বারীবিন।

হই হয়রান ছায়েরে যায় ঊরুজ থেমে
পুঁজি দৃষ্টিই শুধু উহা ঝাপসায় ঘামে
দানেন ছোহবতেই সুলুক বাবে শায়েখীন।

তব জাতেই হেরী জাতে মাওলা আহাদ,
সেই অনন্ত দায়েরায় রহেন জিন্দাবাদ,
সেথা ইশায়াতে রসূলেই আপনার আমিরীন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন