বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১২

সত্যের উর্বর -শায়েরে আলম আল্লামা মুহম্মদ মুফাজ্জলুর রহমান



সত্যের উর্বর ছিদ্দীক্বে আকবর,
উনি রন খ্যাতিতেই যুগ যুগ বিস্তর।
উনি হন আলীশান, বহুগুণে আগুয়ান,
উনি নূর নূরীয়ান খলীফায়ে পহেলান।

ওই আশিকে রসূল উনি বেমিছাল,
ইসলামে তিনি পান ত্বলায়াল।
আমীরুল মুমিনীন নেই নেই গমগিন,
ওই তামাম জাহান জুড়ে সীমাহীন।

উনি বাইশে জুমাদাল উখরায়,
লভিলেন তাশরীফ নীল বসুধায়।
সেই দিন মুহসিন বর্ণিল ইতিহাস,
আলোয়ান জালোয়ান উঁকি দিছে প্রাতঃরাশ।

আজমতে ছিদ্দীক্ব চমকিছে ঠিক ঠিক
ওই শিশু হতে ফুটে উঠে চারিদিক।
কহি, উনি নন রুদ্র দয়ালু সমুদ্র,
সিরাত ছূরতে খুবই ভদ্র।

রসূলের রশ্নিতে উনি গুণিয়ান,
রসূলের ছোহবতে উনি কামিলান।
নবী রসূলের পরে পান স্থান,
মর্যাদা মর্তবা উনার আমানান।

উনিই প্রথম পুরুষ সাবালক
মুসলিম হয়ে রন অপলক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন