বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১২

চাহি মুরশিদজীর দয়া, চাহি মামদূহজীর মায়া


 আপনি যে মুরশিদ মহান দূর হয়ে যায় পেরেশান
মুরশিদ পাক খোদার ই দান পরশে পায় নেক ছায়া।

কি কহিবো সাহস হারায় আবদ আমার কিছুই নাই
হৃদয়ে মোর লাগছে ভয় বাঁচতে চাই তব নিয়া।

হে ইলাহী দেন মোরে তব বন্ধুর পড়তে ছানা
হতে মুরশিদের দিওয়ানা নিতে আক্বাজীর দুয়া।

চাহি আমি এই মাক্বাম লইতে তব জাতি নাম
গরীব থেকে এই জাহান ধনী দেন যে করিয়া।

কহি মুরশিদ কে এমন বখতিয়ার কাকি যেমন
ইশকে মুরশিদে রন তেমন আমিও চাই সেই মেওয়া।

মুরশিদ গরীব নেওয়াজ আপনি হলেন নক্বশায়ে হারুনী
মাহবুবী নেওয়াজ মোরে দানি আপনারি ফায়িজ নিয়া।

যবে পাই দয়া আপনার দেখে আপনায় একটি বার
পলকে জাহান্নাম হবো পার মুবারক নজর নিয়া।

আসিলাম রাজারবাগ দরবার


আসিলাম রাজারবাগ দরবার, আমি অধম গুনাহগার
পথহারা বেদিশা আমি, করতেছি জীবন ভর হেলামী
পথ দেখতে চাই হে মদদগার
পথ দেখতে চাই দিন মুরশিদ আমার।

জীবনের জিন্দানে নিরানন্দ, প্রতি পদে আসে দিধাদন্দ
জিসিম আর নফসে মিলে, পতনের গুহায় দিচ্ছে ফেলে
পতনের ঢালে করতেছি হাহাকার।

আমি অন্ধ খোড়া লেংড়া হয়ে, বোবা বধিরের তোহফা নিয়ে
হায় হামাগড়ি দিয়ে, ওই রাজারবাগ তীরে গিয়ে
আসিলাম মুরশিদ দরবারে আপনার।

নিজের উপর নিজে যুলুম করেছি, তাইতো নিজের কাছে যালিম বনেছি
সৌরাচারি খেরকায় সেজেছি, মুনাফিকের মুন্দা খাসলত বহিছি
আমি শুদ্ধি চাইছি হে সহিবে কাওসার।

আমি গুনাহের বোঝায় বড় কাবু, জীবন প্রদীত হয় নিভু নিভু
কখন যেন প্রদীত যায় নিভিয়া, আপনার নজরে যাচ্ছি কহিয়া
তব দ্বারে মওজুদ কিস্তি ত্বরাবার।

জামানার মুজাদ্দিদ হে আওলাদে রসূল, ভেঙ্গে দিন মুরিদদের ভুল
কহি এই মোর ফরিয়াদ, নইলে জীবন খানা হবে বরবাদ
তব নেক নজর দিন ছহিবে আসরার।