মন যে আমার উতালা হলো থেকে দুর দেশে
খোদার হাবীব জিন্দা আছেন মদীনায় বসে।
আমি গরীব দুর্বল কাঁদছি ঘরে বসে দিবাযামি
ধরার বুকে নইকো দামী, বন্যাতে যাই ভেসে।
নেইকো আমার অর্থ সম্বল, নবীর প্রেমে করি কলরোল
ঐ ঢেউয়ে পাঠাচ্ছি, সালাম নবীর দেশে।
যদি হেথা যেতাম আমি, শুকর জানাতাম কেবল আমি
বলতাম তো হৃদয়ের জ্বালা, রওজা পাকের ধুলি খেতাম চুষে।
রওজা পাকের উঠানে গিয়ে, ঝাড়– দিতাম দাড়ি দিয়ে
ঐ ধুলাকে সুরমা করে, রাখতাম চোখে ঘষে।
গিলাফ ধরতাম রওজা পাকের, নূরানী চেহারা নবী পাকের
আমি মুহব্বতে দেখতাম যে, থাকতাম নবীর দেশে।
-বিশ্বকবি আল্লামা মুহম্মদ মুফাজ্জলুর রহমান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন