আক্বা আল হাসানী
আল হাসানী ওয়াল হুসাইনী মামদূহ মাদানী।
কায়িনাতে আক্বা মহান
নবীজির নূর ছড়ান,
হক্ব প্রতিষ্ঠা করে আক্বা জুলমত মিটান।
আক্বা সুন্নাহ জাগান
জাহানে রহমত বর্ষান,
সালিক সালিকা আক্বার নূরে নূরানী।
মামদূহ খিলাফতি নিশান
সারা আলমে উড়ান,
উলামায়ে‘ছূ’ বিদয়াতীদেরকে তাড়ান
নছীব চমকে তার
যে দিওয়ানা আক্বার,
আউলিয়া সুলতান আক্বা জাহিরী বাতিনী।
ভাগে যে জাহেলিয়াত
আক্বার রোবে বাতিল নিপাত
হক্ব পেতে আস মু’মিনীন-মু’মিনাত
হাদীয়ে আলম আক্বা
দিন মোরে তব সদকা
আক্বা দু’আলমে মাহবুবে সুবহানী।
আসি আমি বারেবারে
মামদূহ আক্বার দরবারে
আক্বার দারে চাই যে থাকিবারে
রাখুন তব নজরে
আবাদুল আবাদের তরে
মুজাদ্দিদ হক্ব আক্বা কুতুবে রব্বানী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন