মামদূহজী মামদূহজী মামদূহজী মামদূহজী
মামদূহতে আছে যে ইলাহী রাজি
এসেছেন ধরায় আক্বা, মোদের করতে নাজি।
মদীনায় উজ্জ্বল মোর আক্বা মামদূহজী
রাসূলে আ’লা মামদূহকে রাখেন সুন্নাতে সাজি।
রহমত সাকিনা দিয়েছেন আক্বাকে নবীজি,
সেই সাকিনা পাই মোরা ,যিকিরে মামদূহজী।
আক্বার তরে সলাত সালাম পড় আজি,
হও ফানা মুর্শিদ ইশকে, ডাক মামদূহজী।
ছিলাম মোরা মামদূহহীন অন্ধকারে ডুবি,
পথের দিশা পেলাম মামদূহতে খুঁজি।
আদনা অধম আক্বার কদম চুমে করি আর্জি
সাক্ষাত চাই নিদানে মালিক তব মর্জি।
ফিৎনা মিটায়ে দ্বীন উজ্জালা করেন আক্বাজী
মুজাহিদ মুরীদান তামাম উঠেছে গর্জি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন