আম্মাজী করম দিন মোরে
বাঁচান এ অভাগারে ॥
আম্মাজীর করম ফায়িয পেলে
দুঃখ মোর যাবে চলে
করম দিয়ে রাখুন কদমে
তব ছানা পড়ি দমে দমে
আম্মাজীহীন চাই না থাকতে
রাখুন তব দ্বারে ॥
চাইছি আম্মাজীর সালিক হতে
আউয়াল-আখির দু’জগতে
দিল যে আমার রহে আঁধার
আম্মাজী মোরে করুন উদ্ধার
অধম গোলাম তব গোলামী করে
আম্মা আম্মা যিকির করে ॥
নফসী ছলনায় রইছি অধম
ত্বরান মোরে দিয়ে করম
দোয়া চাহি আমি কাছীদাতে
আম্মাজী রাখুন দয়াতে
আপনি যে হন নূরুন আলা
রাখুন তব জাতি নূরে ॥
আম্মাজীহীন সবই আঁধার
ফায়িয-করম চাহি আম্মার
ভয়ে ভয়ে দিন চলে যায়/কেটে যায়
আদব আমল কিছুই নাই
হুসনে যন দিন শুদ্ধ করে
ওগো আম্মাজী দয়া করে ॥
কি করে পাই আম্মাজীর রেযা
খুঁজিছি আমি ইহাই সদা
আহলে বাইতের গোলামী করে
জীবন দিব বিলীন করে
কবুল করুন আম্মাজী ক্বিবলা
নিসবতে রাখুন গোলামে ॥
আম্মাজী ক্বিবলার দয়া পেতে
কাটাই রাত অধম দোয়াতে
কবুল করুন তব খিদমতে
হাজির অধম গোলামী করতে
আরজি কবুল করুন অধমের
আম্মাজী রাখুন নজরে ॥
আম্মাজী ক্বিবলার দয়া পেলে
মামদূহ আহালের দয়া মিলে
জগতে চাই, হাশরে চাই, কবরে চাই
নিসবত তব জনম ভরে
আশা দিন মোর পূরণ করে
ওগো আম্মাজী দয়া করে ॥
আম্মাজীর শানে আদনা অধম
পড়তে চাই ক্বাছীদা জনম জনম
যোগ্যতা নাহি কাছীদা পড়ার
কোশেশ করি বারেবার
মোরা গোনাহগার সন্তান আপনার
রেযাতে রাখুন চিরতরে ॥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন