বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০১০

বিলাদত শাহযাদা ক্বিবলার

  1. বিলাদত শাহযাদা ক্বিবলার
    যমীনে খুশির জোয়ার ॥

    মুবারক নবম সিয়ামে এলেন মামদূহজীর রহমে 
    ঈদ আজি আরশে আযিমে-নূরানী আক্বাজীর দরবার ॥

    শাহযাদার সুমহান শানে-সাত আসমান ও জমিনে 
    দুরূদ পড়ছে প্রতিক্ষণে-দরবারে ফেরেশতা খোদার ॥

    শাহযাদার তাজদীদী ছায়ায়-বাতিলরা গেল হারাই 
    উনার আগমনে ধরায়-হচ্ছে তাগুত চুরমার ॥ 

    কি লিখব তব সিফত সানা লিখে তো শেষ হবে না 
    রসূল ও মাওলার সাকিনা-রয় আপনাতে হে সরকার ॥

    তব আগমনি রোবে-বাতিল কাঁপে যে ভবে 
    স্বাগতম জানাই মুরিদে-আক্বা আপনায় বারে বার ॥

    তব তাশরীফে সব ঝলমল-কায়িনাতে খুশির ঢল 
    চল রাজারবাগে চল- পেতে নূরানী দীদার ॥

    রহিতে তব দিদারে-অধমে আরজু করে 
    আবাদুল আবাদ নজরে-রাখুন হে ছাহিবে কাওছার ॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন