সোমবার, ২৭ ডিসেম্বর, ২০১০

ইয়া হাবীবাল্লাহ ইয়া নূরে মাওলা


ইয়া হাবীবাল্লাহ ইয়া নূরে মাওলা
ছল্লা আলাইকা ইয়া হাবীবাল্লাহ
সাল্লামা আলাইকা ইয়া নূরে মাওলা
আহলাও ওয়া সাহলাম মারহাবা ॥
ইয়া হাবীবাল্লাহ
ইয়া নূরে মাওলা ॥
মামদূহ মামদূহ মামদূহ মামদূহ

চারদিকে নূরানী ছায়া,
যমীন আসমানও সাজাইয়া,
খুশির পয়গাম নিয়া,
আক্বাজী রহমত আসেন।
শামস্‌ কামার ও সিতারা,
চমকে নূরে ঈদে আত্মহারা,
নূরের ঝিলিকে সব উজ্বালা,
আক্বাজী রহমত আসেন।

ইলাহী আলমকে সাজান,
নবীজী মামদূহকে আদরে চুমান,
তাঁহার ছানা পড়ে জিন-ইনসান,
আক্বাজী রহমত আসেন।

নূরুন আলা সারা আলমে,
রওশন করেন নূরী করমে,
সেই হিস্যা পেতে রইনা ঘুমে,
আক্বাজী রহমত আসেন।

ওলী কুতুব গাউস ধরাতে,
চায় রইতে আক্বারই দয়াতে,
পারেনা তার দয়া বিনে বাঁচতে,
আক্বাজী রহমত আসেন।

ক্বাছীদায়ে আক্বাতে হই কুরবান
ইশকে ক্বাছিদাতে শুদ্ধ ঈমান
আক্বা রেজাতে নিন বুলায়ে
রহমত মোরে দানেন
আক্বাজী রহমত আসেন।

1 টি মন্তব্য: