সোমবার, ২৭ ডিসেম্বর, ২০১০

আম্মাজীর তরে জানাই ফরিয়াদ


আম্মাজী আম্মাজী আম্মাজী আম্মাজী
আম্মাজীর তরে জানাই ফরিয়াদ
বানান আশিকা আবাদুল আবাদ
বলি মোরা সকলে সালিকা
তাহলে হব আম্মাজীর রঙ্গে রঙ্গিনী।

আম্মাজী ক্বিবলা শ্রেষ্ঠা জানি
মুজাদ্দিদ আযমের পাক সঙ্গীনি
আম্মাজী হলেন স্বয়ং রহমানী
ইলাহী থেকে রহেন না জুদায়ী।

যেমন করতে হয় মুহব্বত
তেমনটি পারিনা করতে মুহব্বত
দিন মুহব্বত আম্মাজী ক্বিবলা
পেলে মুহব্বত হব নাজী।

থাকতে চাই আম্মাজী তব তরে
যাবো কোথায় ছেড়ে আপনারে
রাখুন মোরে আপনার নজরে
পেলে নজর মোরা হব গণী।

আম্মা ক্বিবলা সাইয়্যিদাতুন নিসা
রহেন পাক ইলাহীর দিদারে সদা
কায় মাকামে আম্মা দিলেন যে দিসা
খায়ের বরকতে থাকেন আম্মা জয়ী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন