বুধবার, ১ ডিসেম্বর, ২০১০

শাহযাদার তাজদীদী বয়ান


বিজ্ঞানে মুসলিমদের অবদান
শাহযাদার তাজদীদী বয়ান
তাজদীদে নূরানী জাহান
শাহযাদা শানে আলীশান
শাহযাদা ক্বিবলা জিন্দাবাদ ॥

ঘুমন্ত তরুণদের জাগান
উড়াতে খিলাফতি নিশান
শাহযাদা ক্বিবলা জিন্দাবাদ।

শাহযাদার নছীহত শুনে
ইতমিনান সবার মনে
ভয়ে কাফিররা গোরস্থানে
শাহযাদা ছাহিবে ছমাদ।

অধিকার সবার ফিরিয়ে আনতে
জিহাদ করেন দিবা ও রাতে
হীনমন্যতায় কেন জগতে?
শাহযাদা করেন আজাদ।

কুন ফা-ইয়াকুন শানে আসীন
ইসলামী ঝাণ্ডা করেন উড্ডীন
কাফির মুশরিক হল বিলীন
কূটকৌশল ওদের বরবাদ।

দ্বীন ইসলাম করিলেন জিন্দা
ছানী মুজাদ্দিদ শাহযাদা
হলেন উনি রহমতে খোদা
বলি মোরা জিন্দাবাদ।

আক্বা মোদের জিহাদী জজবায়
রাখেন সদা সর্বদায়
আক্বার ঝাণ্ডা রাখবো উচায়
সুন্নাহ করিবো আবাদ।

কিসমত খুলে নছীব জাগান
তাশরীফ এনে শাহযাদা জান
আক্বা ইলাহীর মহাদান
শুকরিয়া করি আবাদুল আবাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন