বুধবার, ১ ডিসেম্বর, ২০১০

ইয়া মালিক!!


ইয়া মালিক, ইয়া মালিক, ইয়া মালিক,
ইয়া প্রাণের মাওলা, ইয়া নূরুল্লাহ
ইয়া ইমামাল আলামীন ॥

ওই দুনিয়ারই ধোঁকায়, কেন আমি পড়ে যাই,
সদা আপনাকে চাই, চাহি না গাইরুল্লাহ ॥

কে আছে জাহানে, আপন আপনি বিনে,
এই আক্বিদা প্রাণে, রেখেছি হে ক্বিবলাহ ॥

হে ইমামুল আউলিয়া, আপনি চাওয়া পাওয়া,
করম ফায়েজ দিয়া, করুন মোরে ইসলাহ ॥

মামদূহ ক্বদমে ঠাঁই, যেন সর্বদা পাই,
হরদম দিদারের আশায়, রহি হে ক্বিবলাহ ॥

আরজু আমার ক্বাছীদায়, দায়েমী রাখুন ক্ষমায়,
দয়াবান কায়িনায়, হে দয়ালু ক্বিবলাহ ॥

সদায় ফায়িজ সাকিনা, দিয়ে পূর্ণ করুন সিনা,
আপনি ছাড়া বাঁচিনা, হে আক্বা নায়িবুল্লাহ ॥

বারবার বেয়াদবি হয়, ভয়ে অধম কাতরায়,
শুধু আপনারই দয়ায়, পারে বাঁচাতে আমায় ॥

করমী ফায়িজে দায়িমান, করুন মোরে বলিয়ান,
হে মালিকে দোজাহান, মিটান ইশকের জ্বালা ॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন