সোমবার, ২৭ ডিসেম্বর, ২০১০

মোর হৃদয়ে বেদনা


মোর হৃদয়ে বেদনা
মোর হৃদয়ে বেদনা, রহি খানকারই দ্বারে
ফায়িজে নূরে বাঁধুন, মোরে আপন নজরে ॥

এ অধম গুনাহগার, করছি গো আবদার
আপনাতে দিল উজাড়, করবো হে রাহবার
ক্বদমে রাখুন মোরে, হাক্বীক্বী গোলাম করে ॥

ফরিয়াদ নিয়ে দ্বারে, ঘুরছি গো বারেবারে
নছীব উজাল করে, তাক্বদীর বদলান নূরে,
শান্তি ফিরিয়ে দিন, নইলে যাবো মরে ॥

দুঃখ কি মনে, থাকবে জীবন মরণে,
কেঁদে ব্যথিত প্রাণে, আপনায় কহি নাদানে,
ছাহিবে কুন ফাইয়াকুন, করুন দয়া মোরে ॥

এই অপরাধী অধম, চাহি ক্ষমা চুমে ক্বদম
যদি না পায় রহম, বৃথা জিন্দেগী জনম জনম
আপনি আশা ভরসা, রাখুন ইহসান করমে ॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন