সোমবার, ২৭ ডিসেম্বর, ২০১০

আক্বাজী মুজাদ্দিদ যামানার


আক্বাজী মুজাদ্দিদ যামানার
নূরে নূরে ভরে যায়
আজ সারা দুনিয়ায়
তাঁর তাজদীদী ছায়ায়
তিনি মুজতাহিদ ধরার।

মারহাবা বলো মারহাবা
দিওয়ানা বলো মারহাবা।

গাউছে আযম মারহাবা
ইসমে আযম মারহাবা
নূরে আযম মারহাবা
ফারূক্বে আযম মারহাবা।

তিনি যে মহান ওলী এই জাহানে
মোদের তরে বয়ান করেন নূরানী জবানে
তাঁর বয়ান শুনে মুক্তি পায় সকল গুনাহগার।

তাঁর তাজদীদের আওয়াজ সারা বিশ্বময়
তাঁর তাজদীদের রোবে বাতিলরা পাচ্ছে ভয়
তিনিই ক্বিবলা কাবা মুর্শিদ আমার সবার।

শুকরিয়া করি মোরা মামদূহকে পেয়ে
সুন্নাহর প্রচার করি মোরা যে নির্ভয়ে
দোজাহানে চাহি মোরা মামদূহজীর দিদার।

রহমত বর্ষে প্রবল ধরায় মামদূহজীর খানকায়
সেই রহমত পেতে আসো মুমিন সবাই
নূর নবীজীর মকবুল মামদূহজীর দরবার।

আউলিয়া সুলতান আক্বা মর্যাদা উচ্চ আসনে
রইতে চাহি আক্বার দ্বারে জীবন মরণে
ফরিয়াদ কবুল করুন হে ওলীয়ে সর্দার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন