হে দয়ালু আক্বাজী
হে রহমতওয়ালা মামদূহজী
ঠাঁই দিন আপনার নূরী চরণে ॥
যাবো কোথায় ছেড়ে আপনায়
জগতে আপনজন কেউ নাই
আপনি আমার মালিক ও মাওলা
রাখুন আপনার ইহসানে ॥
আপনি আক্বা হাদীয়ে আলা
যমীনে পাঠালেন খোদা তায়ালা
হরদম রহেন সুন্নতে উজ্বালা
শাফায়াত করবেন মিজানে ॥
করলে চুম্বন আপনার ক্বদম পাকে
পাওয়া যায় আল্লাহ-রসূলকে
নূর নবীজীর নূর চমকায়
আপনার নূরী বদনে ॥
মামদূহ’র ক্বদমে পড়ে করি আবদার
তব ক্বদমে থাকতে চাহি গুনাহগার
রাখুন দয়ার নজরে
আক্বা দোনো জাহানে ॥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন