সোমবার, ২৭ ডিসেম্বর, ২০১০

বড়ই অসহায় হয়ে


বড়ই অসহায় হয়ে,ক্বদমে রইছি পড়ে,
হৃদয়ের আরজু পুরণ করে, সবর্ত্রই রাখুন নজরে।

কি বলিব তব দ্বারে, ভয় আসে মোর অন্তরে,
বলতে পারিনা অধমে, বেয়াদবী বুঝি যায় হয়ে ।

পদে পদে হয় মোর ভুল,গাইরুল্লাহতে আছি মশগুল,
ইসলাহ করে করুন মকবুল,পথহারা এই অধমরে।

আপনি মালিক ও মাওলা, ডাকছি আপনায় নিরালা,
এই গুনাহগার দিশেহারা, ফায়িজ দেন দয়া করে ।

এই গরীবেরই তাকদীর, বদলান সুলত্বনিন নাছির,
ক্ষমা চাহি ভুল বেয়াদবীর,রাখুন তব দরবারে।

জানা নেই তব গুন মহিমা,ওগো আক্বা করুন ক্ষমা,
রসূলী নাজ আপনাতে জমা,চাহিছি এই ফকিরে।

শেষ বিচারের কঠিন দিনে,তব কাফেলায় নিবেন টেনে,
রইব চেয়ে তব পানে,রাখবেন তব যিকিরে ।

হে মুজাদ্দিদে যামানা,তব ক্বদমে প্রাথর্না,
মিটিয়ে দিন মোর গুনাহ,মা'ছুম করে রাখুন দ্বারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন