সোমবার, ২৭ ডিসেম্বর, ২০১০

শাহজাদা শাহজাদা যিকির


শাহজাদা শাহজাদা যিকির

শাহজাদা শাহজাদা যিকির আমার দিলে যাচে,
শাহজাদা বীনে অধম, নাহি আর যে বাঁচে। ঐ

খোশ আমদেদ জানাই ,শাহজাদা সুলতানকে,
শাহজাদার দয়া ইহসানে, গোলামে মাগিছে। ঐ

ইসলামের জয়ী বীর হলেন নূরী শাহজাদা
করবেন ইসলাম জারি ॥ সারা মুসলিম মাঝে। ঐ

কঠিন সময় যখন অধম থাকিবে হাশর-পুলছিরাতে
পুলসিরাতে পার করিবেন অধমে শাহজাদা চোখের পলকে
পুলছিরাতে পার করে অধমে রাখবনে শাহজাদা জান্নাতে
জান্নাতেও রইতে চাই অধমে শাহজাদার নূরী ছোহবতে
শাহজাদার পরশ পেয়ে রবো নিশ্চিন্তায় মুক্তিতে
দিলের আশা হবে পূরণ শাহজাদাকে পেলে।

শাহজাদাজী থাকেন সদা রাসূল পাকের সুন্নাহতে
নূরী শাহজাদা রহেন ইলমে তরিক্বত-মারিফাতে
অধম চাহি শাহজাদার ইশকে মারিফাতে থাকিতে
কবুল দিলের বাসনা রাখুন তব মত ও পথে
শাহজাদা যদি রাখেন মোরে ,তাহার আদেশ নির্দেশে
ধন্য হবো জীবন-মরণে তাহা পালন করে।

নূরে আযম শাহজাদা নববীর জাত ছিফতে,
আধার দূর করে থাকেন ,ইসলামী সাজে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন