বুধবার, ১ ডিসেম্বর, ২০১০

মামদূহ আপনি গাফফার



মামদূহ আপনি গাফফার

ইয়া মামদূহ ইয়া মামদূহ ইয়া মামদূহ
ইয়া মামদূহ ইয়া মামদূহ ইয়া মামদূহ

হলেন মামদূহ আপনি গাফফার
ক্ষমা চাহি আমি বারেবার
গুনাহের ভারে বেকারার
করুন দয়া করে উদ্ধার
হে মালিক ছাহিবে কাওসার
ভিখারি মামদূহ তব দয়ার।

ওই শয়তানেরই ওয়াসওয়াসায়
অধম সালিক পড়ে ধোঁকায়
কে আছে আপনি বিনে সহায়
ওগো মালিক এই ধরায়
দয়ার নজরে আপন মমতায়
রাখুন দায়িমী আপনার দরজায় ॥

ফিরিয়ে দিন সেই নিষ্পাপ জীবন
ইয়া আক্বা করে নিন আপন
কবুল করুন এহি আবদার
করেছি অধমে ইস্তিগফার
খালি মোর নেকীর পাল্লা
গুনাহ থেকে তরান হে ক্বিবলা ॥

আক্বার গোলামী করতে করতে
চলে যাবো এই দুনিয়া হতে
সেই হিম্মত চাহিছি হাত পেতে
ফায়িজ দিন মোর সিনাতে
দিলের খবর কহি আপনাতে
হে মালিক রাখুন রহমতে ॥

কি লাভ বেঁচে এ জাহানে
মামদূহ আহলের গোলামী বিনে
গোলামীর সনদ চাহি অধমে
রাখুন নজর ও করমে
ঠিকানা মোর আপনার ক্বদমে
ওগো মামদূহ জনম জনমে ॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন