সোমবার, ২৭ ডিসেম্বর, ২০১০

পড়ি শাহজাদার নাম


পড়ি শাহজাদার নাম
কোটি মুসিবত যায় চলে
তব নামে দুরূদ পড়লে
শাহজাদার নাম যবাবে জপলে
পাব মুক্তি পরকালে।

তব সানা পড়ি অধমে
তব তারিফ আরশে আজিমে
শাহজাদার নাম উঁচু রয়
আসো সবে তাঁহার খানকায়।

মুরীদ-মুরীদান আশিক-আশিকান
সবে পড় শাহজাদার শান,
আক্বা শাহজাদা নূরে মদীনা
শাহজাদার নামে ঝড়ে সাকীনা।

দিলের তৃষ্ণা মোরা মিটাই
আক্বার নাম পড়ি সদাই,
খুশি হয়ে তব নাম পড়ে
শাহজাদার যিকির সবে করে।

মোর কিসমত জাগায়ে দিন
তব নাম পড়ি রাত-দিন
তব আগমন ফিৎনার ধরাতে
আসেন আক্বা সুন্নাহ জাগাতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন