মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১

যত বলি শান আপনারি আক্বা


যত বলি শান আপনারি আক্বা
আপনারি জাত-পাক নূরেতে ঢাকা
কুদরতের মাঝে আপনার অনুরণ
রসূরী নিসবত, মিলে সারাক্ষণ॥

আওলাদের ফখর করেন রসূল পাক
সৃষ্টির শুরুতেই আপনারি বিকাশ
রসূলের মাঝে আপনারি অনুভব
আপনি হন জামে, রসূলী আদব
সুন্নাহ জাগলো যামানার শেষে
নিয়ামত আপনায় শুরুতেই মিশে॥

আপনারি দোয়া ইলাহার ইশারা
রসূলী চাওয়ার মিলিত ধারা
আপনারি জবান ইলহামে ভরা রয়
আপনারি নূরেতে জগত নূরানী হয়
মিরাজের রাতে আপনারি তাশরীফ
বেড়েছে কার শান বুঝেনা এ গরীব॥

খিলফত আসবেই মদিনার সুবাসে
আল্লাহু তাকবীর ছড়াবে বাতাসে
হক্বের নিশান উড়াবেন আপনি
জান্নাতি নিয়ামত পাবে এ ধরণী
মুজাদ্দিদ আসবেই শতকের শুরুতে
রসূলের পরে স্থান কে পেয়েছে ভুলোকে॥


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন