মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১

না হয় যদি যিকির তোমার


না হয় যদি যিকির তোমার
না হয় যদি দরূদ পড়া

না হয় যদি যিকিরি তোমার
না হয় যদি দরূদ পড়া
পাঠ কর হে সালিক তুমি
ক্বাছীদায়ে মুর্শিদ ক্বিবলাহ॥

সালিক যখন দোয়ার তরে
হাত তুলে ওই খোদার কাছে
পড় তুমি দরূদ শরীফ
সাথে আরো ক্বছীদা মালা॥

আমার যিকির ক্বাছীদা পড়া
তাতেই আসে রহমত ধারা
দূর হয়ে সকল গ্লানি
দোয়ায় রয় ক্বছীদা বাণী॥

আমার খোদা আমার রসূল
হয়নি চেনা মুর্শিদ ছাড়া
কুরআন কালাম দরূদ শরীফ
অযীফা কর ক্বাছীদা পড়া॥

চাও যদি চাও নসীব বদল
ক্বাছীদা পাঠে পাবে সে ফল
ক্বাছীদায় থাকে মুর্শিদের শান
মুর্শিদ মাঝে আল্লাহ মহান॥

পথ হারাদের পথের দিশা
মুর্শিদ ঘুচাঁন সব নিরাশা
হারাম গানের অন্ধ যুগে
ক্বাছীদা মেটায় সকল আশা॥


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন