আম্মাজী; রাখুন আমায় হুব্বে তব
কেন আপনার এত দয়া !
এত ভুল করি তবু দেন এত মায়া !
আম্মাজী; রাখুন আমায় হুব্বে তব ।।।
কি যোগ্যতা আছে আমার মুবারক নেয়ামত লাভের
পারিনা দিতে মর্যাদা তব এই মহা দানের ।।
তবুওতো দেন আপনি দয়া করে নিয়ামত অফুরান । আম্মাজী;
যতই নাদান হই আমি আপনি উম্মুল উমাম
বুঝিনা তাই কেমনে ধরিছেন মায়া তামাম ।।
নাদানী ক্ষমা করুন হে শাফিয়া যাহান । আম্মাজী;
ইলাহী আপনায় দিয়েছেন উনার সব রঙ ও রূপ
তাই এতো দয়া মায়া মোদের তরে রহম সরূপ ।।
দানুন রহম ও করম করুন হে মেসদাকে ইলাহী । আম্মাজী;
আঁধার ঘেরা জীবন আমার নফসে সদা ডুবে থাকি
আলোর দিশা চাই আমি না হয় জীবন হবে ফাঁকি ।।
তব আলোয় আলোকময় করুন হে নূরে যাহান । আম্মাজী;
কিছুই যে হয়না মোর হায় করি কি উপায়
প্রকাশি কেমনে মুহব্বত কোথায় পাব সহায় ।।
আপনার জাতে-পাকে মুতাওয়াজ্জু রাখুন সারাক্ষন । আম্মাজী;
আহকার আমি অযোগ্য হৃদয়ে নাই কোনো নূর
যা কিছু পড়ি তব শানে তাও যে হয় বেসুর ।।
তবুও কোশেশে দায়ীমী রাখুন মালিকায়ে মোর জান । আম্মাজী;
আপনি আমার ভরসা আপনি ইলাহীর নূর
হাদীয়া করুন আমায় সুন্দর একটা সুর
কথাগুলো সুরের ঢেউয়ে দুলবে যখন বারে বার
বুঝবো মা আপনি দয়ায় রয়েছেন মোর এ পাড় ।।
আম্মাজী রেখেছেন দয়ায় মোরে রহমি ছায়ায় । আম্মাজী;
মুহম্মদ সোহেল ইকবাল
২২শে রবীউল আউওয়াল শরীফ, ২৬শে ফেব্রুয়ারী, ২০১১ ইসায়ী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন